মানুষ শেখে দু-ভাবে - ঠেকে আর দেখে । এই বইয়ের ২১ টি লেখার কোনোটিই কোনো থিয়োরী বা তত্বকথা নয় । বরং প্রতিটি লেখাই লেখক তাঁর প্রায় দেড়-যুগের মার্কেটিং প্রফেশনে দেখে এবং ঠেকে যা শিখেছেন তারই প্রকাশ । একজন মার্কেটিয়ার হিসেবে নিজের পর্যবেক্ষণ, কেস স্টাডি আর একাডেমিক থিয়োরীর সাথে বাংলাদেশের মার্কেটিংএর বিভিন্ন প্র্যাকটিসের সামঞ্জস্য ও অসামঞ্জস্য খোঁজার চেষ্টা ।
যেহেতু পুরোটাই লেখকের নিজের অবজার্ভেশন, তাই সাধারণ পাঠক কিংবা মার্কেটিয়ার হিসেবে আপনার তাতে একমত হতেই হবে এমন কোনো কথা নেই । অবলীলায় দ্বিমতও পোষন করতে পারেন । তবে একমত বা দ্বিমত যাই হোক না কেন, লেখাগুলো যারা মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন, মার্কেটিং প্রফেশনে কেবল যাত্রা শুরু করেছেন, পোড়-খাওয়া অভিজ্ঞ মার্কেটিয়ার কিংবা নবীন উদ্দ্যোক্তা - সবাইকেই মার্কেটিং জগতের নানান ঠিক এবং বেঠিক প্র্যাকটিস নিয়ে ভাবতে সাহায্য করবে সন্দেহ নেই, যা দিনশেষে নিজের ব্র্যান্ড কিংবা ব্যবসাকেও দাঁড়া করাতে কাজে আসবে ।
গালীব বিন মোহাম্মদ
গালীব বিন মোহাম্মদ আসলে কোনো লেখক নন; বরং একজন মার্কেটিয়ার । ভালবাসেন প্রাচীন শহর আর সভ্যতা ঘুরে বেড়াতে, নতুন পা-দেয়া শহরের ক্যাফেতে বসে ধোঁয়া-ওঠা কফির কাপে নিতান্তই অচেনা কারও সাথে গল্প জুড়ে দিতে আর মানুষ কেনো কি করে তার পেছনের কারণটা খুঁজে বের করতে । সাথে প্রচন্ড ভালবাসেন নিজের মার্কেটিং প্রফেশনকে । মার্কেটিং এ পড়াশুনা করে কাজ শুরু করেছিলেন বিশ্বখ্যাত নেসলে কোম্পানীতে । সেখান থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রাণ গ্রুপ, এসিআই হয়ে এখন আছেন বাংলাদেশের জনপ্রিয় দুধের ব্র্যান্ড 'DANO'র মাদার কোম্পানী ডেনমার্কের 'আরলা ফুডস্'-এ 'হেড-অফ-মার্কেটিং' হিসেবে । বেড়াবার নেশায় কিংবা কাজের প্রয়োজনে প্রচুর দেশ-বিদেশ ঘুরে বেড়াতে হয় তাঁকে। তখন তাঁর ব্যাগে মোবাইল ফোনের চার্জারের সাথে আর কিছু থাকুক না থাকুক, সবসময়ই থাকে কিছু বই, তাঁর অবসরের ঘনিষ্ট সঙ্গী ।