Theory And Practices Of Banking : The banking sector is the lifeline of the modern economy. At the present time, banking sector acts as the backbone of modern business. Development of any country mainly depends upon the banking system. It is one of the important pillars of the financial system, which plays a vital role in the success of an economy. Banks are one of the oldest financial intermediaries in the financial system. They play an important role in mobilization of deposits and disbursement of credit to various sectors of the economy.
প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান
প্রফেসর ডঃ মােঃ কামরুজ্জামান। এম.এস.সি (উদ্ভিদ বিজ্ঞান, পি.এইচ.ডি (ঢাকা বিশ্ববিদ্যালয়) । সাবেক অধ্যাপক, সরকারী সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল, জেলা সংবাদদাতা, দি নিউনেশন, টাঙ্গাইল। সভাপতি, বাংলাদেশ সােসাইটি ফর ইনফোর্সমেন্ট অব হিউমেন রাইট (মানবাধিকার), টাঙ্গাইল জেলা। বিশেষ পরিচিতি : লেখক, সাংবাদিক, গবেষক, শিক্ষাবিদ, উদ্ভিদবিজ্ঞানী ও সমাজসেবক। সহ-সভাপতি বড়বাইদ সৈয়দ আহমাদিয়া এতিমখানা ও মাদ্রাসা, মধুপুর। কার্যকরী কমিটি সদস্য টাঙ্গাইল প্রেসকাব। জীবনসদস্য : টাঙ্গাইল প্রেসকাব, বাংলাদেশ উদ্ভিদ বিজ্ঞান সমিতি ও বড় বাইদ এতিমখানা। প্রাক্তন বিভাগীয় প্রধান উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। কারমাইকেল কলেজ, রংপুর, সরকারী মাওলানা মােহাম্মদ আলী কলেজ, টাঙ্গাইল। সরকারী কুমুদিনি কলেজ, টাঙ্গাইল।। প্রাক্তন সভাপতি টাঙ্গাইল প্রেসকাব, জেলা। সংবাদদাতা, বিপিআই বাসস, ইউএনবি, সভাপতি খিলগাতি এতিমখানা, সাধারণ সম্পাদক টাঙ্গাইল লায়ন্স ক্লাব ও বিএডিএস। বিভিন্ন বৃত্তি ও পদক প্রাপ্ত। প্রাক্তন সদস্য রিজেন্ট বাের্ড, মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রাক্তন স্থানীয় সমন্বয়ক বাউবি, টাঙ্গাইল। জন্ম টাঙ্গাইলের ১৯৪৯ সনে।