A profound meditation on personal power and innocent dreams that are manipulated or undone by success, The Winner Stands Alone is set in the exciting worlds of fashion and cinema. Taking place over the course of twenty-four hours during the Cannes Film Festival, it is the story of Igor, a successful, driven Russian entrepreneur who will go to the darkest lengths to reclaim a lost love—his ex-wife, Ewa. Believing that his life with Ewa was divinely ordained, Igor once told her that he would destroy whole worlds to get her back. The conflict between an individual evil force and society emerges, and as the novel unfolds, morality is derailed. Meet the players and poseurs behind the scenes at Cannes—the "Superclass" of producers, actors, designers, and supermodels, as well as the aspiring starlets, has-been stars, and jaded hangers-on. Adroitly interweaving the characters' stories, Paulo Coelho uses his twelfth novel to paint an engrossing picture of a world overrun by glamour and excess, and shows us the possibly dire consequences of our obsession with fame.
পাওলো কোয়েলহো
বিশিষ্ট সাহিত্যিক পাওলাে কোয়েলহাের জন্ম ১৯৪৭ সালে, ব্রাজিলে। ছােটবেলা থেকে লেখক হবার স্বপ্ন থাকলেও, পরিবারের চাপে লেখালেখি চালিয়ে যেতে পারেননি কিশাের বয়সী কোয়েলহাে। তার প্রাথমিক জীবন কেটেছে ভবঘুরে হিসেবে; দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, মেক্সিকো আর ইউরােপে। ১৯৮২ সালে প্রকাশিত হয় তার প্রথম বই ‘হেল আর্কাইভস'। তবে পাঠকমহলে খুব একটা সাড়া ফেলতে পারেনি বইটি। কিন্তু ১৯৯৪ সালে ‘দ্য আলকেমিস্ট’ প্রকাশিত হবার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম ব্রাজিলিয়ান সাহিত্যকর্ম হিসেবে বেস্টসেলার তকমা অর্জন করে বইটি। এছাড়াও ব্রাইডা’, ‘বাই দ্য রিভার পিদ্ৰা আই স্যাট ডাউন অ্যান্ড ওয়েপ্ট’, ‘দ্য ফিফথ মাউন্টেন প্রভৃতি তার উলেখযােগ্য গ্রন্থ। বর্তমানে সপরিবারে ব্রাজিলে বসবাস করছেন।