দ্য হোয়াইট টাইগার
দ্য হোয়াইট টাইগার আরবীন্দ আদিগা . ভারতের অর্থনৈতিক,সামাজিক,রাষ্ট্রিক,রাজনৈতিক ব্যাপারগুলোর শোষণমুখী অবস্থার এক চমৎকার বর্ণনা অরবিন্দ অডিগার দ্য হোয়াইট টাইগার।এখানে তিনি দেখিয়েছেন উচ্চবিত্ত কিভাবে নিম্নবিত্তকে শোষণ করে।আর নিম্নবিত্ত তা সহজেই মেনে নেয়।মেনে নেয়ার খাতিরেই মেনে নেয়,পরোক্ষভাবে দারিদ্র্যের রসাতলে বন্দি,একটু ভালো থাকা এখানে পরোক্ষভাবে ফোর্স করে।উপন্যাসটির কাহিনী বলে বলরাম।যে কিনা দিল্লীতে অশোকের গাড়ি চালায়।উপন্যাসটির উপস্থাপন স্যাটায়ার ধাঁচের হলেও এখানে একটা প্রতীকী ব্যাপারও কাজ করে।বলরামের বয়ানে অশোকের ভাইকে ডাকা হয় বেজি আর তাদের বাবাকে ডাকা হয় সারস।আসলে বিষয়টা ক্ষুদ্র আঙ্গিকে নয় বরং বৃহৎ আঙ্গিকে যদি ভাবা হয় তবে যুগের সমান্তরালেতো এমনই ঘটছে।দ্য হোয়াইট টাইগারের মাধ্যমেতো তা শুধু উঠে আসা।বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোতো অশোক,তার ভাই বেজি ও বাবা সারসের মতোই আচরণ করছে তাদের থেকে নিচে থাকা রাষ্ট্রগুলোর প্রতি।বলরামের মতো।যদি সিম্বলিক অর্থ ধরি তবে তাই প্রকাশ ঘটে এখানে। ১.বড় উন্নত রাষ্ট্র=অশোক,বেজি,সারস ২.নিচু অনুন্নত, উন্নয়নশীল রাষ্ট্র =বলরাম মাঝে একই ভঙ্গুর কাঠামোগুলোর কাহিনী শুনতে শুনতে একঘেয়েমিতা আসে কিন্তু পরবর্তীতে তা কেটে যায়।উপন্যাসটির শেষটাতে আমরা দেখতে পাই বলরাম তার মনিবকে খুন করে বড়লোক হয়ে যায় এবং সেও টাকার বলে সবকিছু কিনে নেয়।অপরাধ করেও পার পেয়ে যায়।ক্ষমতার অপব্যবহার করে।আসলে এমনই কেউ যখন তার নিম্নবিত্ত অবস্থা থেকে উচ্চবিত্ত অবস্থায় পৌছে যায় তখন তার মধ্যে যতটুকু না মানবিকতাবোধ,অতীত থেকে শিক্ষা নেবার তাড়না কাজ করে তার থেকেও বেশি কাজ করে সেই একই উচ্চবিত্তের মতো আচরণ!সেও চায় তার সাথে যা হলো বা সে যা দেখে,সহে এসেছে সে অভিজ্ঞতাগুলো অপরের মধ্যে ক্ষমতা,টাকা দিয়ে সঞ্চার করতে।তাদেরকেও শোষণ করতে।তাইতো আমরা দেখি বলরামের কোম্পানির গাড়ি যখন একজন মানুষকে মেরে ফেলে তখন বলরাম ক্ষমতা-টাকা দিয়ে সবকিছু ধামাচাপা দেয় আর সেই ভিক্টিমের বাড়িতে নিজে টাকা নিয়ে যায় এই দুঃখ,ঘটনার পরিবর্তে দিতে।আসলে এ থেকে বোঝা যায়,রাষ্ট্রও তো একই কাজ করে।সুতরাং এমন যে শেষে বলরামও রাষ্ট্রের প্রতীকী রূপ হয়ে দাঁড়ায়। . তবে উপন্যাসটা কি শেষ পর্যন্ত আশাবাদের কোনো ধারণা দিতে পারে?এই প্রশ্ন রেখে একটা শোষণিক কাঠামোর ভিতরেই উপন্যাসটা পাঠের সমাপ্তি ঘটে। #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯