বর্তমানে ইউরোপসহ সারা পৃথিবীতে যুব সমাজের মধ্যে হতাশা বিরাজমান, বিশেষ করে যারা কর্পোরেট জগতে নতুন কোনো ব্যবসায়ীক প্রতিষ্ঠান অথবা কোনো কর্পোরেট প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য নতুন নতুন আইডিয়ার অন্বেষণ করছেন। এদের জন্য এই বইটি ইতিবাচক হতে পারে। কীভাবে একটি কোম্পানি গঠন করা যায়? কীভাবে একটি কোম্পানি গঠন করার পর আমরা, আমাদের অবচেতন মনে ধারাবাহিক কার্য সম্পাদনে, যে ধরনের নেতিবাচক অনুভব তৈরি হয়, তা থেকে মুক্তি পেতে পারি? কিভাবে আমরা আমাদের অবচেতন মনের মধ্যে ইতিবাচক সাহস এবং উদ্যোমী মনোভাব ধরে রাখতে পারি? লেখক আমাদের জীবন সংগ্রামে সফল হওয়ার জন্য এমন কৌশলগুলোকে চমৎকারভাবে বাস্তব ঘটনার আলোকে এবং কিছু বিখ্যাত কর্পোরেট ব্যক্তিত্বদের জীবনীর আলোকে তুলে ধরার চেষ্টা করেছেন।