"থিবল্ট নামে এক যুবক বাস করত ফ্রান্সের এক প্রত্যন্ত অঞ্চলে। মেধাবী মুচী থিবল্টের ছিল বাজে মাত্রার রসবোধ এবং পরশ্রীকাতরতা। যখন স্থানীয় ডিউক একটি হরিণ শিকারের অভিপ্রায়ে থিবল্টের কুঁড়েঘর এর কাছে এসে থিবল্টকে হরিণের হদিস জিজ্ঞেস করে, স্থান কাল বিস্মৃত থিবল্ট ডিউকের সাথে রসিকতা শুরু করে। যার শেষ পরিণতি হিসেবে কপালে জুটে প্রহার।
অপমানে বিপর্যস্ত থিবল্ট প্রতিশোধের জন্য এক চরম ভয়াবহ পন্থা বেছে নেয়। কি সেই পন্থা?
ইতিমধ্যে তার জীবনে আসে প্রণয়। সেই প্রণয়ের কি পরিণতি হয়েছিল শেষ মেষ?
জানতে হলে পড়তে হবে ""থ্রি মাস্কেটিয়ার্স "" এবং ""কাউন্ট অফ মন্টিক্রিস্টো"" খ্যাত কিংবদন্তি লেখক আলেকজান্ডার দ্যুমার এই হরর ক্লাসিকটি।
পাঠ্যান্তে আমার প্রতিক্রিয়াঃ
ঘটনাক্রমে বইটা হাতে পাওয়ার পর বসুন্ধরা সিটিতে যেতে হয়েছিল (কারণ টা নাইবা বলি)। বিরক্তি কাটাতে কসমেটিক্স এর দোকানের কাচের কাউন্টারের উপর রেখেই পড়তে শুরু করলাম। কাহিনী টা ফ্রান্সের একটা লোককথা থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন দ্যুমা।
মোকেট নামে এক লোকের থেকে শোনা এভাবে উপস্থাপন করেছেন লেখক কাহিনীটাকে। প্রথমেই দেখা যায় লেখকের বাবার সাথে মোকেটের কথোপকথন। সেখান থেকে জানতে পারি এক কালো নেকড়ের কথা। মোকেটের মতে সেটা নাকি অভিশপ্ত এক নেকড়ে, যাকে কিনা থিবল্টের নেকড়ে বলা হয়। অনেক ধরার চেষ্টা করেও একটা আচড় যাকে লাগানো যায় না।
এরপর আমরা আসল কাহিনী তে ঢুকে পড়ি। জানতে পারি থিবল্ট নামে এক উচ্চাভিলাষী জুতার কারিগরের কথা। যে কিনা সুদর্শন আর বিভিন্ন গুণসম্পন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র নিচু বংশে জন্ম নিয়েছে বিধায় একটা ভাল জীবন থেকে বঞ্চিত। এই নিয়ে যার মনে অনেক দুঃখ আর সমাজের উঁচুতলা এর লোকদের প্রতি একধরনের হিংসা কাজ করত।
ঘটনাক্রমে এক ব্যারনের সাথে গোলমালে জড়িয়ে যায় এবং পরবর্তী তে বেশ একটা অশুভ ক্ষমতা লাভ করে। অন্যের ক্ষতি করার ক্ষমতা। প্রথম প্রথম এই শর্তযুক্ত ক্ষমতা প্রয়োগ করে নিজের ভাল করতে চাইলেও আস্তে আস্তে ক্রোধ এবং উচ্চাকাঙ্ক্ষা কলুষিত করে ফেলতে থাকে থিবল্ট কে।
ভালবাসা, ঘৃণা, ক্রোধ, হতাশা, দুঃখের এক অতিপ্রাকৃত উপাখ্যান 'দ্য উলফ লিডার' উপন্যাসটি। লেখক থিবল্টের চরিত্রের ভিতর দিয়ে মানবচরিত্রের এক অন্ধকার দিক উন্মোচন করে সেটার পরিণতি সম্পর্কে আমাদের সচেতন করার প্রয়াস পেয়েছেন।
জীবদ্দশায় এক লাখের বেশি পৃষ্ঠা লিখেছেন দ্যুমা। ক্লাসিকের মর্যাদা পেয়েছে তার অনেক লেখা। আলোচ্য উপন্যাসটাও তার ব্যতিক্রম নয়..............
আলেকজান্দার দ্যুমা
Alexandre Dumas was born on July 24, 1802, in Villers-Cotterêts, France. He adopted the last name "Dumas" from his grandmother, a former Haitian slave. Dumas established himself as one of the most popular and prolific authors in France, known for plays and historical adventure novels such as The Three Musketeers and The Count of Monte Cristo. He died on December 5, 1870, in Puys, France. His works have been translated into more than 100 languages and adapted for numerous films.