আর পাঁচ দিন পরেই দেবতা আপােফিস কারাগার ভেঙে পালাবে, গ্রাস করবে। সূর্যকে, এরপর ধ্বংস করবে মানব সভ্যতা। শুধু সূর্য দেবতা রা-ই পারেন আপােফিসকে থামাতে। কিন্তু তিনি বহুদিন যাবত ঘুমন্ত। তাকে ঘুম থেকে জাগাবে কে?
রা-এর ঘুম ভাঙাতে গােপন জায়গায় রাখা দ্য বুক অফ রা-এর তিনটি স্কুল খুঁজে বের করতে হবে। এই মিশনে ঝাঁপিয়ে পড়ল দুই ভাই-বােন, কার্টার কেইন এবং সেডি কেইন। ওদের সাথে আছে জ্যাজ এবং ওয়াল্ট। ওরা দুনিয়া ব্যাপী অনুসন্ধান শুরু করল। কিন্তু চারিদিক থেকে বাধা আসতে থাকল। কয়েকজন দেবতা এবং জাদুকর চায় না সূর্য দেবতা রা জেগে উঠুক। এই বাধা পেরিয়েই ওদেরকে সফল হতে হবে। কার্টার এবং সেডি কি পারবে এই বাধা ডিঙিয়ে সফলকাম হতে?
রিক রিওর্ডান
রিচার্ড রাসেল "রিক" রাইঅর্ড্যান, জুনিয়র (জন্ম ৫ জুন, ১৯৬৪) জনপ্রিয় পার্সি জ্যাকসন অ্যান্ড দি অলিম্পিয়ানস সিরিজের রচয়িতা। এছাড়াও তিনি প্রাপ্তবয়স্কদের জন্য ট্রেস ন্যাভারেরহস্য সিরিজ রচনা করেছেন এবং পার্সি জ্যাকসন সিরিজ বিষয়ক সহায়ক প্রবন্ধ সংকলন ডেমিগডস অ্যান্ড মনস্টারস বইটির সম্পাদনায় সাহায্য করেছেন। স্কলাস্টিক কর্পোরেশনপ্রকাশিত দ্য ৩৯ ক্লুজ সিরিজের প্রথম দশটি বই রচনাতেও তিনি সাহায্য করেন। উক্ত সিরিজের প্রথম বই দ্য মেজ অফ বোনস তাঁরই রচনা।