চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় নিষ্ঠুর অভিজ্ঞতার শিকার হবার পর ইয়ে ওয়েনজিয়ার ঠাঁই হয়েছিল চীনের অত্যন্ত গোপনীয় প্রজেক্ট—রেড কোস্ট বেইজে। তারপর...
সেই ঘটনার চল্লিশ বছর পর একের পর এক বিজ্ঞানী মারা পড়ছেন। আত্মহত্যা নাকি হত্যা তা বোঝা না গেলেও সবার সাথেই কোনো না কোনোভাবে যুক্ত ছিল ফ্রন্টিয়ার্স অব সায়েন্স!
রহস্য উদ্ঘাটন করতে ন্যানোম্যাটেরিয়ালস গবেষক ওয়াং মিয়াও-কে তলব করে পুলিশ। অনিচ্ছা সত্ত্বেও তাতে যোগ দেওয়ার পরই সে সম্মুখীন হতে থাকে একের পর এক ব্যাখ্যাতীত বাধার সামনে। ডুবে যায় এক অদ্ভুত গেম “থ্রি-বডি”-এর দুনিয়ায়।
ডুবন্ত ওয়াংয়ের পিছনে জোঁকের মতো লেগে থাকে বেয়াড়া পুলিশ অফিসার, ক্যাপ্টেন শি চিয়াং।
ধীরে ধীরে রহস্য উন্মোচিত হওয়া শুরু করলে দুজনেই বুঝতে পারে ভয়ংকর এক বিপদ ঘনিয়ে আসছে সমগ্র মানবজাতির ওপর, যার থেকে পালিয়ে বাঁচবার কোনো পথ খোলা নেই। প্রাণের আগমনের পর থেকে এরকম বিচিত্র বিপদের সম্মুখীন আর কখনো হয়নি এই পৃথিবী।
“একটি যুগান্তকারী বই... বৈজ্ঞানিক ও দার্শনিকতার এক অনন্য মিশ্রণ।” –জর্জ আর. আর. মার্টিন