বইটিতে পাবেন..
আমাদের মধ্যে অনেকেই জীবন ধারার পরিবর্তনের মধ্যে ভালো দিক খুঁজে পায় না। আমরা মনে করি, পথই সঠিক এবং তাতেই আমরা তৃপ্ত। আমরা ছুটে বেড়াই স্বাস্থ্য, সম্পদ, যৌনতা এবং ক্ষমতার দিকে। আমরা উজ্জ্বল আবহাওয়ার পরিবেশে উচ্ছল এবং বিমর্ষ হয়ে পড়ি বৈপরিত্যে।
আসলে আমরা পালবিহীন জাহাজের মতো নিন্মগামী স্রোতে ভাসমান। আমরা জন্মকে এড়াতে পারিনি। আমরা জানি না কেন আমরা জন্মালাম। এক্ষেত্রে আমাদের কোনো পছন্দের অবকাশ নেই। তবু আমরা বাঁচি এবং পরিবেশের বশবর্তী হয়ে বেঁচে থাকি। যখন আমাদের মধ্যে মহান মানুষের আবির্ভাব ঘটে, আমাদের মধ্যে তাদের কর্ম, আদর্শ, তাদের প্রভুত্ব করা ক্ষমতা আমাদের উদ্বেলিত করে, আপ্লুত করে, আমরা তাদের মহীত করি। তাদের গান গাই, কারণ আমরা মনে করি, আমরা তাদের উচ্চতায় পৌঁছতে পারি না।
আমাদের জীবনের মহান শিক্ষক হলো কৌত‚হল বা জিজ্ঞাসা। আমাদের সকল উন্নতি এবং সকল শিক্ষার মূলেই জানার ইচ্ছা বা জিজ্ঞাসা। যদি আমাদের জানার ইচ্ছা তীব্র হয়, তার অন্তর্দৃষ্টির উন্মোচন ঘটে, যখন কোনো বিষয়ের প্রতি গভীরভাবে নিবিষ্ট হই, তখন তা আমাদের চেতনায় প্রস্ফুটিত হয়।