ফ্ল্যাপের কিছু কথাঃ হেলেন কেলার এর আত্নজৈবনিক রচনা ‘দ্য স্টোরি অব মাই লাইফ’ প্রথম প্রকাশিত হয় ১৯০৩ সালে। পরপরই পাঠকমহলে ব্যাপক সাড়া জাগায়। তিনি পৌঁছে যান জনপ্রিয়তার তুঙ্গে।
হেলেন কেলার কীভাবে তাঁর অসম্ভব জীবনকে সম্ভবনার দোরগোড়ায় নিয়ে গেছেন তারই চমৎকার বর্ণনা রয়েছে এই গ্রন্থে। তাঁর লেখনী শক্তি ,বাক্যে শব্দের গাঁথুনি ও নান্দনিকতার প্রয়োগ -গন্থটিকে একটি শ্রেষ্ঠ গ্রন্থের মর্যা্দা দিয়েছে নিঃসন্দেহে।
ইংরেজি থেকে ‘দ্য স্টোরি অব মাই লাইফ’ বাংলা রূপান্তরে খু্বই সতকর্তা অবলম্বন করা হয়েছে । যাতে হেলেনের বলার বাচনভঙ্গী ও বর্ণনা থেকে কোনোপ্রকার বিচ্যুতি না ঘটে।