জুলাই 16, 1995 আমেরিকান এন্টিপ্রিনিয়ার এবং ই-কমার্সের অগ্রদূত তার 300 জন বন্ধুকে দাওয়াত করলেন তার নতুন উন্নয়ন করা ওয়েবসাইটে বেটা টেস্ট করার জন্যে। দক্ষিণ আমেরিকার একটি নদীর নামে সাইটিরর নাম রাখা হয় আমাজন ডটকম। প্রাথমিক সফলতা ছিল উল্কার মতো। কোনো প্রেস প্রমোশন ছাড়াই আমাজন.কম সারা আমেরিকা এবং 45 টি দেশের 30 দিনের মধ্যে বই বিক্রি করতে থাকে। আমরা এখানে ই কর্মাস মার্কেটের একটি অবিসংবাদিত জায়েন্ট এর উৎপত্তি, নেতৃত্ব, প্রবৃদ্ধি এবং পণ্যের গল্প নিয়ে এসেছি।