মাতা হারি কপর্দকশূন্য অব¯’ায় প্যারিস এসেছিলেন। মাসখানেকের মধ্যেই তিনি হয়ে ওঠেন শহরের সবচাইতে খ্যাতিমান নারী।
নৃত্যশিল্পী হিসেবে পরিবেশনায় তিনি দর্শকদের একাধারে প্রচ- ঝাঁকি ও আনন্দদান করেছেন। বারবণিতা হিসেবে তিনি সে যুগের অত্যন্ত ধনী এবং ক্ষমতাধর ব্যক্তিদের মোহগ্রস্ত করেছিলেন।
মাতা হারির যাপিতজীবন যুদ্ধভ্রমগ্রস্ত দেশে তাঁকে সন্দেহভাজনে পরিণত করে। ১৯১৭ সালে চ্যাম্পস-ইলেসিসের হোটেলকক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়।
মাতা হারির সর্বশেষ পত্রানুসারে রচিত দ্য স্পাই যেন তাঁরই কণ্ঠস্বর। এ উপন্যাসটি চলতি প্রথাকে অস্বীকার করবার সাহস করে চরম মূল্য প্রদানকারী এক নারীর অবিস্মরণীয় আখ্যান।
পাওলো কোয়েলহো
বিশিষ্ট সাহিত্যিক পাওলাে কোয়েলহাের জন্ম ১৯৪৭ সালে, ব্রাজিলে। ছােটবেলা থেকে লেখক হবার স্বপ্ন থাকলেও, পরিবারের চাপে লেখালেখি চালিয়ে যেতে পারেননি কিশাের বয়সী কোয়েলহাে। তার প্রাথমিক জীবন কেটেছে ভবঘুরে হিসেবে; দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, মেক্সিকো আর ইউরােপে। ১৯৮২ সালে প্রকাশিত হয় তার প্রথম বই ‘হেল আর্কাইভস'। তবে পাঠকমহলে খুব একটা সাড়া ফেলতে পারেনি বইটি। কিন্তু ১৯৯৪ সালে ‘দ্য আলকেমিস্ট’ প্রকাশিত হবার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম ব্রাজিলিয়ান সাহিত্যকর্ম হিসেবে বেস্টসেলার তকমা অর্জন করে বইটি। এছাড়াও ব্রাইডা’, ‘বাই দ্য রিভার পিদ্ৰা আই স্যাট ডাউন অ্যান্ড ওয়েপ্ট’, ‘দ্য ফিফথ মাউন্টেন প্রভৃতি তার উলেখযােগ্য গ্রন্থ। বর্তমানে সপরিবারে ব্রাজিলে বসবাস করছেন।