দি প্রফেটস নবী-রাসূলবৃন্দ : বিশ্ববাসীর শিক্ষক
শিক্ষা-দার্শনিক ও ইসলামি আধ্যাত্ববাদী চিন্তাবিদ সৈয়দ আলী আশরাফের The Prophets বইয়ের বাংলা ভাষান্তর 'নবী-রাসুলবৃন্দ : বিশ্ববাসীর শিক্ষক'। অনুবাদ করেছেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রহমান হাবিব। সভ্যতার আদিকাল থেকে নবী-রাসুলদের মাধ্যমে সমাজ-সভ্যতা ও ইতিহাসের বিবর্তন ঘটেছে। তাঁরা বিভিন্ন দেশের বিভিন্ন জনপদে তাঁদের শৈক্ষিক প্রয়াস চালিয়ে মূল্যবোধ, নৈতিকতা ও জীবনদর্শনের ইতিবাচকতা শিক্ষা দিয়েছেন। ওহিলব্ধ জ্ঞানের দ্বারা নবীগণ মানুষকে সততা, শুদ্ধতা ও একমাত্র স্রষ্টার প্রতি বিশ্বাস ও মানবকল্যাণের প্রতি প্রণোদিত করেছেন। অনুকরণ ও অনুসরণযোগ্য মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই কম। কিশোর-কিশোরী ও তরুণ- তরুণীদের মধ্যে নবী-রাসুলদের প্রজ্ঞা, দূরদর্শিতা ও শুদ্ধতম চরিত্রের ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারলে সৎ ও দেশপ্রেমিক নাগরিক দেশে সৃষ্টি হবে বলে আমাদের বিশ্বাস। এই বইয়ে হজরত আদম (আ.) থেকে হজরত ঈসা (আ.) পর্যন্ত আটজন প্রধান নবীর জীবনকাহিনী বিবৃত হয়েছে। 🌿 বইঃদি প্রফেটস