টম ক্যানটি এবং এডওয়ার্ড ট্যুডোর একই দিনে জন্ম দু’জনের, চেহারাও এক। শুধু এইটুকুই মিল ওদের ভেতর। টমের জন্ম নোংরা ওফ্যাল কোর্টে, ভিখিরির ঘরে, আর এডওয়ার্ডের জন্ম ওয়েস্ট মিনস্টার প্রাসাদে, প্রিন্স অভ ওয়েলস হিসেবে। ভাগ্যক্রমে একদিন সাক্ষাৎ হলো ছেড়া কাপড় পরা টম আর রাজকীয় পোশাক পরা রাজপুত্রের। খেলার ছলে পোশাক বদল করল দু’জন, কিন্তু খেলা শেষ হওয়ার আগেই বিচ্ছিন্ন হয়ে গেল ওরা। রাজপুত্রের গায়ে তখন ভিখিরির পোশাক, আর ভিখিরি টমের গায়ে রাজপুত্রেরগুলো। দু’জনের জীবনেই শুরু হলো দুঃস্বপ্ন!
নিয়াজ মোরশেদ
মার্ক টোয়েন
মার্ক টোয়েন বিশ্ববিখ্যাত ক্লাসিক লেখক। ১৮৩৫ সালের ৩০ নভেম্বরে ফ্লোরিডায় তার জন্ম। আমেরিকান সাহিত্যে অবদানের জন্য তাকে আমেরিকান সাহিত্যের জনক বলে ডাকা হয়। দ্য অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন, দ্য অ্যাডভেঞ্চার অব টম সয়্যার, দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া এই গুণী লেখক ১৯১০ সালে ৭৪ বছর বয়সে কানেকটিকাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।