আপনার মন একটি কিন্তু এই একটি মনই দুটো আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। দুটোর যাত্রাপথ আলাদা। দুটোর কাজ দু’রকম। দুটোরই রয়েছে নিজস্ব গুণ এবং ক্ষমতা। মনের এ দুটো বৈশিষ্ট্যকে বোঝাতে নানা নাম ব্যবহার করা হয়। অবজেক্টিভ এবং সাবজেক্টিভ মাইন্ড। চেতন এবং অবচেতন মন। জাগ্রত মন-ঘুমন্ত মন। অগভীর এবং গভীর; ভলেন্টারি মন, ইনভলেন্টারি মন। পুরুষ মন, নারী মন। আরও কত কী নাম! এই বইতে ‘চেতন’ এবং ‘অবচেতন’ এই শব্দদুটো ব্যবহার করা হয়েছে আপনার মনের দ্বৈত অবস্থা বোঝানোর জন্য।
ডঃ জোসেফ মারফি
ড. জোসেফ মারফি একজন আইরিশ লেখক (জন্ম ১৮৯৮, ২০ মে-মৃত্যু ১৯৮১, ১৬ ডিসেম্বর)। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। তিনি প্রিস্টহুড নিয়ে পড়াশােনা করে জেসুইদের সঙ্গে যােগ দেন। কুড়ি বছর বয়সে তিনি আমেরিকা চলে আসেন এবং নিউইয়র্কে ফার্মাসিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৪০-এর দশকের মাঝামাঝি সময় মারফি লস এঞ্জেলেসে গিয়ে রিলিজিয়াস সায়েন্স-এর প্রতিষ্ঠাতা আর্নেস্ট হােমসের সঙ্গে পরিচিত হন এবং পরে এ বিষয়ে শিক্ষা দিতে শুরু করেন। ১৯৪৯ সালে তাঁকে লস এঞ্জেলেসে ডিভাইন চার্চের যাজক পদে অধিষ্ঠিত করা হয়। সেখানে তিনি দেশের অন্যতম বৃহৎ নিউ থট’ সমাবেশ গড়ে তােলেন। পরবর্তী দশকে মারফি বিয়ে করেন এবং সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে মানােবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং লেখালেখি শুরু করেন। আত্মউন্নয়নমূলক প্রচর বেস্ট সেলার বই তিনি রচনা করেছেন যা বিশ্বজুড়ে কোটি মানুষের উপকার করেছে । ড. জোসেফ মারফির কয়েকটি উলেখযােগ্য বইয়ের মধ্যে রয়েছে : The Miracles of Your Mind, Peace Within Yourself, How to use Your Healing Power, Living Without Strain, Your Infinite Power to be Rich, The Cosmic Power Within You, Hot to use the Laws of Mind, These Truths Can Change Your Life ইত্যাদি
Title :
দ্য পাওয়ার অব ইয়োর সাবকনশাস মাইন্ড (হার্ডকভার)