ইচ্ছা শক্তি মানব জাতিকে সবার থেকে আলাদা করে রাখে। ইচ্ছা হলো নিজের সাধ, অভিপ্রায় কিংবা বাসনা কিংবা ব্যক্তি যা করতে চায়। কোনো ব্যক্তির কাজ করার শখ বা ইচ্ছা হওয়ার কারণেই সে কাজ করতে শুরু করে। অন্যদিকে, অনেক কাজ করার ইচ্ছা বা অভিপ্রায় হলেও সে অনুসারে তা না করলে, তখন সেটা হয়ে যায় দিবাস্বপ্ন।
‘দ্য পাওয়ার অব সেলফ মাইন্ড কন্ট্রোল’ বইটিতে লেখক বার্ট গোল্ডম্যান মানব ইচ্ছা শক্তি নির্বাচন ও এর প্রয়োজনীয়তা নিয়ে বাস্তব ও বৈজ্ঞানিক সম্মত আলোচনার মাধ্যমে উল্লেখ করেছেন যেÑ কিছু মানুষ জীবনের শুরুতেই তাদের ইচ্ছাকে নির্বাচন করতে পারেন না। আবার কেউবা বিষয়টি দেরিতে বুঝতে পেরে তা নির্বাচন করেন। কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক হয় তার জন্যÑ যে কখনোই তা নির্বাচন করতে পারেন না। যেভাবে প্রয়োজন পৃথিবীকে মানুষ নিজের মতো করে দেখতে চায়। কিন্তু কেউ কেউ হয়তো বলবেÑ আমরা তো পৃথিবীকে সমানভাবে দেখি। এটা সবার জন্য একই রকম। সত্যিকার অর্থে, পৃথিবীটা সবার জন্য একই রকম হতে হবে কিংবা একই রকম থাকবে এর কোনো ধরাবাধা নিয়ম নেই। এখানেই মানুষের স্বাধীনতা নিহিত। একজন মানুষ যেভাবে নিজের পৃথিবীকে চান সেটাই তার জন্য প্রযোজ্য হবে। লেখক বার্ট গোন্ডম্যান এ বিষয়টিকেই মূলত তুলে ধরেছেন এই বইটিতে। যারা নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে জীবনে সফলতা অর্জন করতে চান তাদের জন্য এই বইটি নিঃসন্দেহে সহায়ক হবে। তরুণ ও মেধাবী অনুবাদক সাখাওয়াত মজুমদারের সাবলীল অনুবাদে বইটি হয়ে ওঠেছে আরো সহজপাঠ্য।
বার্ট গোল্ডম্যান
Title :
দ্য পাওয়ার অব সেলফ মাইন্ড কন্ট্রোল (হার্ডকভার)