‘The Power Of Habit’ Book CONTENTS: PROLOGUE The Habit Cure - xi PART ONE The Habits of Individuals 1. THE HABIT LOOP How Habits Work – 3 2. THE CRAVING BRAIN How to Create New Habits – 31 3. THE GOLDEN RULE OF HABIT CHANGE Why Transformation Occurs – 60 PART TWO The Habits of Successful Organizations 4. KEYSTONE HABITS, OR THE BALLAD OF PAUL O’NEILL Which Habits Matter Most – 97 5. STARBUCKS AND THE HABIT OF SUCCESS When Willpower Becomes Automatic – 127 6. THE POWER OF A CRISIS How Leaders Create Habits through Accident and Design – 154 7. HOW TARGET KNOWS WHAT YOU WANT BEFORE YOU DO When Companies Predict (and Manipulate) Habits – 182 PART THREE The Habits of Societies 8. SADDLEBACK CHURCH AND THE MONTGOMERY BUS BOYCOTT How Movements Happen – 215 9. THE NEUROLOGY OF FREE WILL Are We Responsible for Our Habits? – 245 APPENDIX A Reader's Guide to Using These Ideas – 275 Acknowledgments – 287 A Note on Sources – 291 Notes – 293 Index – 355
চার্লস ডুহিগ
চার্লস ডুহিগ দ্য নিউ ইয়র্ক টাইমস এর একজন অনুসন্ধানী সাংবাদিক। পত্রিকাটির ম্যাগাজিন বিভাগে তিনি কাজ করেন। তিনি গােল্ডেন অপােরচুনিটিস(২০০৭) বইটির লেখক বইটিতে তিনি বয়স্ক আমেরিকানদের বিভিন্ন দিক তুলে ধরেন। দ্য রিকোনিং এই বইতে তিনি অর্থনৈতিক সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন এবং টক্সিক ওয়াটার' বইতে পানি দূষণের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলােচনা করেন।
নিজের কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতার জন্যে তিনি বিভিন্ন সময় অনেক পুরষ্কারে ভূষিত হন, এগুলাের মধ্যে অন্যতম হলাে জাতীয় বিজ্ঞান একাডেমি পুরষ্কার, জাতীয় সাংবাদিক পুরষ্কার জর্জ পােল্ক, গেলার্ড লােব এবং আরাে অনেক। পুলিৎজার পুরষ্কার ২০০৯ এর বিচারকদের একজন তিনি ছিলেন ।
তিনি হার্ভাড ব্যবসায় পরিচিতি স্কুল এবং ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সনদ গ্রহণ করেন। সাংবাদিকতায় যােগদানের আগে তিনি বেসরকারি চাকুরী করতেন, যেখানে তার পেশা ছিল মােটরসাইকেলে বার্তা আদান প্রদান করা । যেকোন খারাপ অভ্যাস তিনি খুব দ্রুত আয়ত্ব করে ফেলতে পারেন বিশেষ করে ভাজাপােড়া খাওয়ার ক্ষেত্রে। ব্রকলিনে নিজের স্ত্রী সন্তানদের সাথে তিনি জীবন কাটাচ্ছেন। জীববিজ্ঞানী স্ত্রীর সাথে প্রতি সকাল ৫টায় ঘুম থেকে উঠে হাঁটেন একসাথে রাতের খাবারও খেয়ে থাকেন, এবং হাসতে কখনােই ভুলেন না।