দিকভ্রান্ত পথিকের সঠিক এবং আলােকিত পথের দিকদ্রষ্টা নরম্যান ভিনসেন্ট পিল’ আমেরিকার ওহিও রাজ্যের বােয়ার্সভাইলে ১৮৯৮ সালের ৩১ মে এক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন । লেখাপড়া শেষে তিনি একজন লেখক, পেশাদার বক্তা এবং ধর্মযাজক হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু করেন। জীবনের কর্মদক্ষতা যতদিন বজায় থাকে ততদিন মানবকল্যাণমূলক কাজেই আজীবন ব্রতী থাকেন। জাতিগতভাবে তিনি একজন আমেরিকান । সাধারণ জীবনযাত্রার ধারক মি. নরম্যান ভিনসেন্ট পিল আজীবন ইতিবাচক এবং মানব হিতকর চিন্তার বিষয়বস্তু নিয়ে গভীরভাবে চিন্তা ও গবেষণ করেছেন। তার লিখিত বেশকিছু আত্মকল্যাণমূলক গ্রন্থের মধ্যে 'দ্য পাওয়ার অব পজিটিভ থিংকিং বিশেষভাবে উল্লেখযােগ্য। বরেণ্য এই চিন্তাবিদ ও লেখক ১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর ৯৫ বছর বয়সে পরলােকগমন করেন ।
Title :
দ্য পজিটিভ ওয়ে টু চেঞ্জ ইউর লাইফ (জীবন বদলে দেবার ইতিবাচক পন্থা)