ফ্ল্যাপের কিছু কথাঃ এলফ্রিডে ইয়েলিনেক জন্ম অস্ট্রিয়ার মুরুৎসসুশ্লাগ শহরে আলপ্স পর্বতমালার পাদদেশে ২০ অক্টোবর ১৯৪৬ সালে। বড় হয়েছেন ভিয়েনায়। সেখানে স্কুলে লেখাপড়া করেন।অল্পবয়সে পিয়ানো ও অরগান বাজাতে শেখেন। ভিয়েনা কনজারভেটরিতে সঙ্গীত বিষয়ে শিক্ষালাভ করেন। ১৯৬৪ সালে ‘আরবাইট গিমনাজিয়াম’ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেণ। তারপর সঙ্গীত শিক্ষালাভের পাশাপাশি ভিনো বিশ্ববিদ্যালয়ে নাটক ও শিল্প-ইতিহাস বিষয়ে পড়ালেখা করেন। অরগান বাদনে ডিপ্লোমা পান ১৯৭১ সালে। এলফ্রিডে ইয়েলিনেকের সাহিত্য জগতে প্রবেশ কবিতার মধ্য দিয়ে। ১৯৬৭ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘লিজাস শাটেন’ প্রকাশিত হয় । অনুবাদের কাজও করেছেন প্রচুর। তার প্রথম উপন্যাস ‘ভিয়ার জিন্ড লক ফোয়েগেল’ ১৯৭০ সালে প্রকাশিত হয়। তার সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস ‘ডি ক্লাভিয়ার স্পিলারিন’ (দ্য পিয়ানো টিচার) ।ঔপন্যাসিক এলফ্রিডে ইয়েলিনেক একই সঙ্গে নাট্যকার, কবি ও সঙ্গীতজ্ঞ।
এলফ্রিডে ইয়েলিনেক তার সাহিত্য কর্মের জন্য এ পর্যন্ত সব মিলিয়ে ২২টি পুরস্কার পান। তাঁর জীবনের প্রথম পুরস্কারটি ছিল ১৯৬৯ সালে অস্ট্রিয়ার তরুণদের সাংস্কৃতিক সপ্তাহে পাওয়া। ১৯৮৬ সালে জার্মান ভাষা সাহিত্যে অবদান রাখার জন্য তিনি হাইনরিশ বোল পুরস্কার পান। ১৯৯৮ সালে তার সমগ্র সাহিত্যকর্মের জন্য সম্মানজনক গিওর্গ বুখনার পুরস্কার পান এবং ২০০৪ সালে জয় করে নেন নোবেল পুরস্কার।