শাব্বির আহসান। জন্ম অক্টোবর ১৯৬৮। পড়াশােনা করেছেন ঝিনাইদহ ক্যাডেট কলেজ, বুয়েট আর আইবিএ-তে। সেনাবাহিনীতে ছিলেন - Gulf War (১৯৯০-৯১) এ অংশগ্রহণ করেন, কঙ্গোতে পিসকিপার হিসেবেও কাজ করেছেন। অবসর গ্রহণের পরে কর্পোরেট দুনিয়ায় ছিলেন বেশ কিছু দিন, কাজ করেছেন বিশ্ব ব্যাংকের একটি প্রজেক্টের পরামর্শক হিসেবে। বাবা ছিলেন বুয়েটের প্রথম ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ার, মা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলায় মাস্টার্স। স্ত্রী ফাহিমা রুশদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনােবিজ্ঞানে পড়াশােনা করেছেন আর কন্যা ফাইজা পড়াশােনা করছেন অর্থনীতিতে। বই পড়তে অত্যন্ত ভালােবাসেন আর ভালােবাসেন দেশে-বিদেশে ঘুরতে। ফেসবুকে লেখালেখি করেন।