বান্দরবানের শান্ত পাহাড়ে আচমকা বিরতিহীন হত্যাযজ্ঞ শুরু হলো। পুলিশ, সাংবাদিক, পর্যটক; বেছে-বেছে মানুষ শিকার করছে প্যাঁচারা! আদিবাসী মহিলার আশঙ্কা, সবকিছুর মূলে রয়েছে শয়তান-সাধকদের এক গুপ্তসংঘ। যদিও সেনাবাহিনীর ধারণা, এসবের পেছনে কলকাঠি নাড়ছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন, কেএনএফ। কে এই পাখিবাবা? রহস্যময় পাগলা প্রফেসরের পরিচয়ই বা কী? প্লুং বাঁশির ডাকে সাড়া দিয়ে ঘুমপাহাড় জানিয়ে দিল অমোঘ নিয়তি- ‘ও আবার ফিরে এসেছে!’ দেশ বাঁচাতে নিজেদের সর্বস্ব নিয়ে যুদ্ধে নামল- প্যারাগন। প্রিয় পাঠক, অদ্ভুতুড়ে এক রহস্য, ধ্বংস এবং জাদুর দুনিয়ায় আপনাকে জানাচ্ছি, সাদর আমন্ত্রণ।
তৌফির হাসান উর রাকিব
Overall Ratings (0)