About Albert Camus Albert Camus is a popular author, journalist and philosopher. His views greatly contributed to the rise of the philosophy known as absurdism. His other books include The Fall, The Plague, The Guest, The Adulterous Woman, and A Happy Death. Camus had a short marriage to Simone Hie, the daughter of a wealthy opthalmologist in 1934, and divorced her in the year 1936. He married Francine Faure, a mathematics instructor with whom he had twins named Catherine and Jean. Though he battled a lot of sickness and political turmoil, one of the highest points in his life was when he was awarded the Nobel Prize for literature in the year 1957. Albert Camus died on January 4, 1960, near Sens, France in a car accident.
আলবার্ট কামুস
আলবেয়র কামু জন্মেছিলেন অলজেরিয়ায় ৭ নভেম্বর ১৯১৩ সালে। শৈশব কেটেছে দারিদ্র্যে, তবু সুখের। অভাব ঘটেনি। আলজিয়ার্স বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়াশােনা করে সাংবাদিক হন, এবং তারই সঙ্গে কর্মীদলের নাট্যগােষ্ঠি' নামে নতুন ধারার যুবনাট্য দল গঠন করেন। তার প্রথম দিকের রচনাগুলি 'দ্য রং সাইড এ্যান্ড দ্য রাইট সাইড' এবং 'নাপশিয়ালস” নামে সঙ্কলিত হয়েছিল। তারপর প্যারী সয়ার’ সংবাদপত্রে কর্মোপলক্ষে কিছুকালের জন্য প্যারীবাসী। হন। আলজিয়ার্স-এ ফিরে আসলেও, কিন্তু পুনরায় প্যারীবাসী হন। প্যারীতে ফিরে আসার পর তার অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস ‘লে এত্রাজে' এবং ‘লে। মিথ দ্য সিসিফাস’ নামের দীর্ঘ রচনা প্রকাশিত হয় । ১৯৪২ সালে প্রকাশিত ‘লে এত্রাজে’ (বহিরাগত)। একটি অস্তিতধর্মী কালজয়ী উপন্যাস। ১৯৪১ সালে। ফ্রান্সকে জার্মান দখলমুক্ত করার উদ্দেশে গঠিত। প্রতিরােধ বাহিনীর সদস্য হন। ১৯৫০ এর দশকে নাট্য জগতে পুনরায় সক্রিয় হন ১৯৫৭ সালে। সাহিত্যে নােবেল পুরস্কার লাভ করেন। ৪ জানুয়ারি। ১৯৬০ সালে এক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ। করেন। অনুবাদক : সুনীতি চরণ ভট্টাচার্য্য, ১ মার্চ ১৯৩৩ সালে কলকাতায় জন্ম। সরকারি চাকরি করতেন। বিভিন্ন ভাষায় পারদর্শী সুনীতি চরণ ভট্টাচাৰ্য ১৯৭৫। সাল থেকে নিয়মিত অনুবাদ করছেন। বিভিন্ন ভাষার চল্লিশটি বই অনুবাদ করেছেন এবং প্রকাশিত হয়েছে।
Title :
The Myth of Sisyphus (Nobel Prize Winner's)