কর্নেল প্রোথেরোর সংগে সেইন্ট মেরি মিড গ্রামের প্রায় সবার সমস্যা। তিনি সন্দেহ করেন গির্জার অর্থ আত্মসাৎ করেছেন ভিকার ক্লেমেন্ট। ভিকারেজের পরিচারিকা মেরির প্রেমিককে জেলে পাঠিয়েছেন তিনি চোরা শিকারের অভিযোগে। তার দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে গেছেন মিসেস প্রোথেরো। আর্থিক স্বাধীনতা পেতে তার মৃত্যু কামনা করে একমাত্র সন্তান লেটিস।ওই মেয়ের অর্ধনগ্ন ছবি আকায় লরেন্স রেডিংকে যাচ্ছেতাই বলেছেন তিনি,আর কখনও যেতে মানা করেছেন তার বাড়িতে,অথচ গ্রামের বাতাসে জোর গুজব; লেটিসের সংগে মন দেয়া-নেয়া চলছে রেডিং-এর। প্রত্নতত্ত্ববিদ ডক্টর স্টোনের সংগে একটা ব্যারো নিয়ে বাকযুদ্ধ হয়েছে তার। .....শেষ পর্যন্ত একদিন তার লাশ পাওয়া গেল ভিকারেজের স্টাডিরুমে-কাছে থেকে গুলি করা হয়েছে মাথায়। কে খুনি? ধাধায় পড়ে গেছে পুলিশ,নিশ্চিত কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। এমন সময় শুধু পর্যবেক্ষণ শক্তির গুণে তাক-লাগানো সমাধান বাতলে দিলেন ওই গ্রামের বাসিন্দা চিরকুমারী বুড়ি মিস মার্পল।
আগাথা ক্রিস্টি
জন্মঃ ১৮৯০ সাল, ১০ সেপ্টেম্বর। স্কুল জীবন শুরু হয়েছিল দেরিতে, ১৩ বছর বয়সে। লেখালেখি শুরু করেছিলেন ২০ বছর বয়সে। সৃষ্টি করেছিলেন গােয়েন্দা এরকুল পােয়ারাে ও মিস মারপলকে। তাঁর রচনাগুলির মধ্যে ধারালাে বুদ্ধির সঙ্গে মিশে আছে নিবিড় মমতা, সুচারু চরিত্র বিশ্লেষণ ও মানব জীবনের ট্রাজিক নিয়তি। ক্রিস্টি বেঁচে থাকলে তার বয়স হত১২৪। এই সংকলনে ক্রিস্টির সেরা ৭টি রহস্যকাহিনি উপস্থিত। লেখনীর মুন্সিয়ানা, বিচিত্র চরিত্র চিত্রণ ও রহস্যের গােলকধাঁধা পাঠককে অভিভূত করবে।