Windows System Programming, 4/e is the definitive developer's guide to making the most of the core Windows APIs, including those introduced with Windows Vista, Windows Server 2008, and beyond. Thoroughly updated to reflect Microsoft's new APIs, this book focuses on essential core system services -- file system, memory, processes and threads, synchronization, communication, and security -- rather than the more commonly featured graphical user interface functions. Beginning with an examination of the features required in a single-process application, the text gradually progresses to increasingly sophisticated functions and multithreaded environments. Each chapter contains realistic examples, and this edition's code samples have been updated and streamlined to reflect today's best practices for Windows development and 64-bit code portability. This edition's extensive new coverage includes: " An all-new chapter on parallelism and performance in multicore systems " Detailed new coverage of source code portability across Windows, Linux, and UNIX " New coverage of .NET and managed code impact and co-existence " When, why, and how to use the Windows API vs. .NET " More coverage of security, benchmarking, and other key topics Many readers have noted that Hart's book perfectly complements Mark Russinovich's well-known Windows Internals: Hart shows how to make the most of the features that Russinovich describes.
আলবার্ট কামুস
আলবেয়র কামু জন্মেছিলেন অলজেরিয়ায় ৭ নভেম্বর ১৯১৩ সালে। শৈশব কেটেছে দারিদ্র্যে, তবু সুখের। অভাব ঘটেনি। আলজিয়ার্স বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়াশােনা করে সাংবাদিক হন, এবং তারই সঙ্গে কর্মীদলের নাট্যগােষ্ঠি' নামে নতুন ধারার যুবনাট্য দল গঠন করেন। তার প্রথম দিকের রচনাগুলি 'দ্য রং সাইড এ্যান্ড দ্য রাইট সাইড' এবং 'নাপশিয়ালস” নামে সঙ্কলিত হয়েছিল। তারপর প্যারী সয়ার’ সংবাদপত্রে কর্মোপলক্ষে কিছুকালের জন্য প্যারীবাসী। হন। আলজিয়ার্স-এ ফিরে আসলেও, কিন্তু পুনরায় প্যারীবাসী হন। প্যারীতে ফিরে আসার পর তার অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস ‘লে এত্রাজে' এবং ‘লে। মিথ দ্য সিসিফাস’ নামের দীর্ঘ রচনা প্রকাশিত হয় । ১৯৪২ সালে প্রকাশিত ‘লে এত্রাজে’ (বহিরাগত)। একটি অস্তিতধর্মী কালজয়ী উপন্যাস। ১৯৪১ সালে। ফ্রান্সকে জার্মান দখলমুক্ত করার উদ্দেশে গঠিত। প্রতিরােধ বাহিনীর সদস্য হন। ১৯৫০ এর দশকে নাট্য জগতে পুনরায় সক্রিয় হন ১৯৫৭ সালে। সাহিত্যে নােবেল পুরস্কার লাভ করেন। ৪ জানুয়ারি। ১৯৬০ সালে এক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ। করেন। অনুবাদক : সুনীতি চরণ ভট্টাচার্য্য, ১ মার্চ ১৯৩৩ সালে কলকাতায় জন্ম। সরকারি চাকরি করতেন। বিভিন্ন ভাষায় পারদর্শী সুনীতি চরণ ভট্টাচাৰ্য ১৯৭৫। সাল থেকে নিয়মিত অনুবাদ করছেন। বিভিন্ন ভাষার চল্লিশটি বই অনুবাদ করেছেন এবং প্রকাশিত হয়েছে।