প্রিয় কিশাের-কিশােরী বন্ধুরা, বিশ্বখ্যাত ক্লাসিকগুলাে। বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজিতে এবং বড়দের জন্যে লেখা। তাই সেগুলাে। তােমাদের সহজে পড়া হয়ে ওঠে না। এ কারণেই তােমাদের জন্যে আমাদের এ প্রয়াস। বিশ্ববিখ্যাত লেখকদের সেরা রচনাগুলাে তােমাদের উপযােগী ভাষা ও পাতায় পাতায় ছবির মাধ্যমে উপস্থাপন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এ সিরিজের বইগুলাে পড়ে তােমাদের একদিকে যেমন হবে সৃজনশীলতার বিকাশ, অন্যদিকে পাবে বিশ্বসাহিত্যের বিশ্বসেরা ফিকশনগুলাে পাঠের আনন্দ।