দ্য ম্যাটলক পেপার
বইবাজার মূল্য : ৳ ১৮০ (১০% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ২০০
প্রকাশনী : আদী প্রকাশন
This book is Out of Print
#বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯ বই আলোচনা: ০৪ বইয়ের নাম: দ্য ম্যাটলক পেপার লেখক: রবার্ট লুডলাম অনুবাদক: শাহেদ জামান ধরণ: থ্রিলার ব্যক্তিগত রেটিং: ৮.৯/১০ প্রথম প্রকাশ: নভেম্বর ২০১৫ প্রকাশন: আদী প্রকাশন প্রচ্ছদ: অনিক পৃষ্ঠা সংখ্যা: ৩২০ মুদ্রিত মূল্য: ২০০/- #কাহিনী সংক্ষেপ: ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে মাদকাসক্তের সংখ্যা! নিউ ইংল্যান্ড রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক থেকে শুরু করে সবাক জড়িয়ে পড়েছে এই জালে। কাকতালীয়ভাবে জানা গেল এই সব কিছুর পেছনে দায়ী 'নিমরড' একটি গোপন সংস্থা। তদন্তের ভার পড়ল কার্লাইল ইউনিভার্সিটির তরুণ প্রফেসর জেমস ম্যাটলকের কাঁধে। দুই সপ্তাহ পর গোপন সম্মেলনে মিলিত হচ্ছে 'নিমরড' আর স্থানীয় মাফিয়া। সূত্র বলতে অদ্ভুত ভাষায় লেখা সম্মেলনের একটি আমন্ত্রণপত্র। কিন্তু 'নিমরডের' নাম শুনলেই কেন সবাই আঁতকে উঠছে? কাজে নামল ম্যাটলক, কিন্তু সাথে সাথেই বুঝতে পারল বড় ভয়ঙ্কর শত্রুর পেছনে লেগেছে ও! খুন হয়ে গেল ফেডারেল এজেন্ট। আত্মহত্যা করলেন অত্যন্ত সম্মানিত এক প্রবীণ শিক্ষক। বারবার হামলা চালানো হলো ম্যাটলকের উপর, ওর বান্ধবীর উপর চালানো হলো অমানুষিক নির্যাতন। শেষে মরিয়া হয়ে রুখে দাঁড়াল ম্যাটলক। কিন্তু নিষ্ঠুর এই বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক নিরীহ শিক্ষক কি করতে পারবে? #পাঠ প্রতিক্রিয়া: শাহেদ জামানের বেশ কয়েকটি অনুবাদ পড়েছি; অনুবাদ শুনলেই আমাদের গায়ে যে জ্বালা দিয়ে উঠে সে রকম অনুবাদ নয়, অত্যন্ত সাবলীল ভাষায় সুখপাঠ্য অনুবাদ করেন তিনি। এর প্রমাণ ইতোমধ্যে দিয়ে ফেলেছেন। তেমনই দ্য ম্যাটলক পেপার সম্পর্কে পাঠক হিসেবে এক কথায় এটাই বলতে পারি 'অনবদ্য' একটি বই। যদিও এটা দিয়েই থ্রিলার জগতের রাজা রবার্ট লুডলাম পড়া শুরু করলাম! ইংরেজি থ্রিলার লেখকদের মধ্যে প্রথম সারির কয়েকজনের নাম বলতে গেলে অবধারিতভাবে রবার্ট লুডলামের নাম চলে আসে। তাঁর লেখার সংখ্যা মাত্র সাতাশটি। বিশ্ব মানের লেখক হতে হলে যে বইয়ের সংখ্যা খুব বেশি হওয়া প্রয়োজন নয়, তার জ্বলন্ত প্রমাণ রবার্ট লুডলাম। ব্যক্তিগত ভাবে আমি দারূণ থ্রিলার ভক্ত। ভালো থ্রিলার বই পেলে নাওয়াখাওয়া ছেড়ে দিয়ে বই পড়া ছাড়া আর কিছুই করতে পারি না। এই বইটার পটভূমি একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই। এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের প্রফেসর এই গল্পের নায়ক। এই বইতে যে কার্লাইল ইউনিভার্সিটির কথা বলা হয়েছে বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই! লেখক গল্পটি এমন ধারাবাহিকভাবে সাজিয়েছেন যে এক পর্ব পড়ার পর আরেক পর্ব পড়ার জন্য মন আনচান করা শুরু করে দেয়! ম্যাটলকের প্রতিটি তদন্তে এমন রোমাঞ্চকর ঘটনা ঘটে যা একজন শিক্ষকের পক্ষে কখনোই করা সম্ভবপর নয়; কিন্তু পরিস্থিতি যে মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে 'দ্য ম্যাটলক পেপার' বইটি পড়ে আমি এটাই অনুধাবন করেছি। ড. ম্যাটলক আবার একজন লেখকও বটে! জাস্টিস বিভাগের এই অপারেশনে জড়িয়ে ম্যাটলক সমাজের বাস্তবতা টের পায়, এবং দৃঢ় সংকল্প নেয়; তাঁর ভাইয়ের হত্যাকারী, বান্ধবীর ধর্ষক, প্রবীণ শিক্ষক হেরন সহ আরও নানান জনের নির্যাতনের বিরুদ্ধে সে রুখে দাঁড়াবে। কিন্তু এর মাঝে চলে আসে নিগ্রো বিপ্লবী বাহিনী আর গল্পের প্রধান খলনায়ক ম্যাটলকের অতি সুধীমহল! সে পর্যন্ত ম্যাটলক সফল হয়েছে? হেরন, জীবনের সব ঘটনা ডায়েরিতে লিখে গিয়েছিলেন, নিমরডের অত্যন্ত দক্ষ বাহিনী তার পুরো বাড়িতে চিরুনিতল্লাশি করে কিছুই খুঁজে পায়নি, সেখানে অপটু ম্যাটলক কি পেরেছিল? কর্সিকান পেপার, কেনই বা ম্যাটলকের কাছে এসেছে, 'নিমরড' বাহিনী কর্সিকান পেপারের জন্য কেন এত উথলা হয়ে পড়েছে! #সেরা উক্তি: * অনেক প্রাপ্ত বয়স্ক লোকই এটা মানতে চায় না যে ইন্দ্রিয়সুখের জন্য ব্যবহৃত বেশিরভাগ জিনিসই অবৈধ। * সত্য কখনো ভালো হয় না, খারাপও হয় না; সত্যি সত্যিই। আপনার পাঠ শুভ হোক written by: Arafat Tonmoy(বুনোহাঁস)