বিজ্ঞানী আবদুল কাদির খান পাকিস্তানের পারমাণবিক বোমার জনক। অমায়িক একজন মানুষ অথচ দিব্যি ইউরোপীয় নিউক্লিয়ার টেকনোলজি চুরি করেন দুই যুগ ধরে এবং গড়ে তোলেন একটা ব্ল্যাক মার্কেট। কিন্তু ওখানেই থামলেন না। তিনি সেই টেকনোলজি ইরান, উত্তর কোরিয়া আর লিবিয়ার কাছে বেচতে শুরু করলেন। এদিকে পাকিস্তান পারমাণবিক বোমা বানানোর আগেই আমেরিকা কাদির খানকে থামাতে পারত, কিন্তু তারা জেনেশুনে অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল। কেন?
বিপজ্জনক সব রাষ্ট্রকে নিউক্লিয়ার টেকনোলজি দেওয়ার আন্তর্জাতিক সত্য ঘটনাকে তুলে ধরা হয়েছে গোয়েন্দাকাহিনির চেয়ে দক্ষতায়, পড়তে পড়তে পাঠক হতবাক হয়ে যাবেন...