প্রকৃত সত্য ১৯৯১ সালে সিআইএ’র পরিচালকের সিন্দুকে একটি দলিল তালাবদ্ধ করে রাখা হয়। দলিলটি আজও সেখানে আচে। এর প্রতীকী বর্ণনার মধ্যে একটি প্রাচীন দরজা এবং মাটির নিচের এক অজানা স্থানের উল্লেখ আছে। দলিলটিতে এ কথাটিও লেখা আছে “এটা ওখানে কোথাও মাটির নিচে পুতে রাখা হয়েছে।” উপন্যাসটিতে বর্ণিত সকল সংগঠনেরই অস্তিত্ব আছে, ফ্রিম্যাসন্স্, দি ইনভিজিবল্ কলেজ, দি অফিস সিকিউরিটি, দি এস্এমএস্সি এবং দি ইনস্টিটিউট অফ নোয়েটিক সায়েন্সেসসহ। এ উপন্যাসের সকল আচার, বিজ্ঞান, শিল্পকীর্তি এবং সৌধ বাস্তব।
মামুনুর রশীদ
ড্যান ব্রাউন
সর্বকালের সেরা বিক্রিত বই ‘দ্য দা ভিঞ্চি কোড’-এর লেখক ড্যান ব্রাউনের জন্ম আমেরিকায়। আমহার্স্ট থেকে গ্র্যাজুয়েশন করার পর কিছুদিন ইংরেজি-সাহিত্যের শিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি। 'গণিতজ্ঞ বাবা আর সঙ্গিতজ্ঞ মায়ের সন্তান হিসেবে বিজ্ঞান আর ধর্মের বিরােধপূর্ণ দর্শনের মধ্যে বেড়ে উঠেছেন ব্রাউন। কোড ব্রেকিং, ইতিহাস, ধর্ম, বিজ্ঞান আর 'ছদ্মবেশি সরকারি এজেন্সির প্রতি বরাবরই তার আগ্রহ রয়েছে।
তার সৃষ্ট সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডন চরিত্রটি সারাবিশ্বে তুমুল জনপ্রিয়। দ্য দা ভিঞ্চি কোড, অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস, লস্ট সিম্বল, ইনফানোর পর অরিজিন রবার্ট ল্যাংডন সিরিজের পঞ্চম বই। তার এই সিরিজের তিনটি উপন্যাস নিয়ে এরইমধ্যে হলিউডে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে, খুব শিঘ্রই। '‘অরিজিন’ও মুক্তি পাবে চলচ্চিত্র হিসেবে। বর্তমানে এই জনপ্রিয় লেখক স্ত্রী কেইট ব্লাইথকে নিয়ে আমেরিকার নিউ ইংল্যান্ডে বসবাস করছেন।