

দ্য লস্ট সিম্বল
বুক রিভিউ ৩ বই:দ্য লস্ট সিম্বল লেখক:ড্যান ব্রাউন অনুবাদ :মোহাম্মদ নাজিম উদ্দীন . বইয়ের শুরুতে দেখা যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির স্মিথসোনিয়ান ইন্সটিটিউটের একটি বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার জন্য রবার্ট ল্যাংডনকে অনুরোধ জানানো হয়।আর এই অনুরোধটি আসে তার পুরনো বন্ধু এবং মেন্টর স্মিথসোনিয়ান ইন্সটিটিউটের প্রধান পিটার সলোমনের পক্ষ থেকে।তাই ল্যাংডন সময় সল্প থাকার সত্বেও অনুরোধ ফেলতে পারে না।যথাসময়ে ল্যাংডন ওয়াশিংটন ডিসিতে তার বক্তব্য রাখার স্থান ক্যাপিটাল রটুন্ডায় পৌঁছায়। কিন্তু সেখানে পৌঁছেই অবাক হয়ে যায় কারণ সেখানে কোনো অনুষ্ঠান ছিলোনা। আতংকিত হয়ে পড়ে যখন উপহার পায় পিটার সলোমনের কাটা কব্জি।ল্যাংডন বোঝতে পারে সে ফাঁদে পা দিয়েছে। সাথে জানতে পারে পিটার সলোমনকে অপহরণ করা হয়েছে।আর অপহরণকারীরাই ল্যাংডনকে ডেকে এনেছে। কিন্তুু কেনো? ল্যাংডনের সামনে সলোমনকে বাঁচানোর টার্গেট।রবার্ট ল্যাংডন কি পারবে সলোমনকে বাচাঁতে?? . উপন্যাসের প্রধান চরিত্র অবশ্যই রবার্ট ল্যাংডন। কিন্তু ‘দ্য লস্ট সিম্বল’ এ সবচেয়ে আকর্ষণীয় চরিত্র এর ভিলেন মালাখ। এছাড়া ছোট বড় আরো কিছু চরিত্র রয়েছে যেমন :ক্যাথেরিন সলোমন,ইসাবেল সলোমন,ট্রেন্ট অ্যান্ডারসন,ওয়ারেন বেলামি,কলিন গালওওয়া,ট্রিশ ডন,ইনউই সাতো,জোনাস ফৌম্যান।ড্যান ব্রাউনের লেখায় সবচে ভালো লাগার বিষয় হলো প্রতিটি স্থানের হুবুহু বিবরণ এবং সাংস্কৃতিক, ঐতিহাসিক পটভূমির ক্ষেত্রে সত্য ও সঠিক তথ্যর ব্যবহার।দ্য লস্ট সিম্বলেও এই ব্যাপারটি পুরোপুরিভাবে রয়েছে। ফ্রি ম্যাসন, দি ইনভিসিবল কলেজ,দি অফিস অফ সিকিউরিটি যারা বহু পুরোন গুপ্ত সংস্থা তাদের কার্যকলাপ, প্রাচীন সিম্বল, ভাষাতত্ত্ব,হিস্ট্রি, শ্বাসরুদ্ধকর গতির একের পর এক রহস্য উদঘাটন নিয়ে এক বসায় পড়ে ফেলার মত কাহিনী ।রোমহর্ষক অ্যাডভেঞ্চার এর সাথে হিস্ট্রি, আর্কিটেকচার, আর সিম্বোলজির এক অদ্ভুত সম্মিলন ফুটে উঠেছে উপন্যাসটিতে।তবে লেখকের অনান্য বইয়ের তুলনায় এই বইয়ের চরিত্র গুলো খুবই দূর্বল।সেই সাথে অনুবাদ বইয়ে প্রচুর বানান ভুল। # বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯
SIMILAR BOOKS
