কিছু দরজা বন্ধ থাকে কোনো বিশেষ কারণে... এগারো বছরের নোরা যখন নিজের ঘরে বসে স্কুলের পড়া তৈরি করছে তখন তার বাবা বাড়ির বেজমেন্টে মহিলাদের খুন করতে ব্যস্ত, যে ব্যাপারে নোরার বিন্দুমাত্র ধারণা ছিল না। যতক্ষণ না সদর দরজায় পুলিশ এসে উপস্থিত হয়। প্রায় দুই যুগ পর-নোরার বাবা কারাগারের লৌহশিকের ওপারে জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছে। আর নোরা নিঃসঙ্গ, নিশ্চুপ জীবন বেছে নেওয়া একজন সফল সার্জন। কেউ জানে না তার পিতৃপরিচয়, এবং নোরা জানতে দিতেও চায় না। এমন সময় নোরার একজন অল্পবয়সী মহিলা রোগী ঠিক একই রকম নিষ্ঠুর এবং স্বতন্ত্র পদ্ধতিতে খুন হলো যেভাবে নোরার বাবার শিকারেরা পৃথিবী থেকে বিদায় নিতো। কেউ একজন জানে নোরা কে। কেউ একজন চায় এই অকল্পনীয় অপরাধের দায় নোরার ওপর পড়ুক। কিন্তু নোরা তার বাবার মতো খুনী নয়। পুলিশ তার দিকে আঙুল তুলতে পারবে না। যতক্ষণ না তারা নোরার বেজমেন্টে খোঁজ করে...