‘দ্য লায়ন এ্যান্ড দ্য জুয়েল’ প্রকাশিত হয়েছিল ১৯৫৯ সালে। প্রথম পর্বের নাটক। ইয়োরোবা গ্রামীণ সমাজের ইতিহাস, ভূগোল, সংস্কার মনস্তত্ত্ব, আনন্দ-বেদনা, নিযতিপ্রতিম জীবনের প্রতি ইচ্ছানিরপেক্ষ সমর্পণ, ব্যঙ্গরস, জটিলতা, সবই এই নাটকের বৈশিষ্ট্য। এ নাটকের সংগঠন, প্রযোজনা-রীতি, আমোদ, নাটকীয়তা একবারে ভিন্ন প্রকৃতির। নাটকে আধুনিকতার প্রতি লাকুনলের যে প্রীতি ও আকর্ষণ তাতে নারীবাদী চেতনার প্রতিফলনও লক্ষণীয়।