ফ্ল্যাপের কিছু কথাঃ It is the syndrome of ageing when one become gradually disengaged form social connections by and by. Death is only the certainty in life. Does life end with death??? Life is the preparation for death. How are we preparing? Good deeds are the diving source of happiness. Without parents benediction none can proper in life. Love disappears when dependency comes. simplicity is the best way of life. A Life becomes course with the touch of dependency. Life becomes painful when it is felt helpless. Life moves to goalless goal when it loses control over the steering. Life becomes uncertain when it is tied with the rope of fate. Life becomes meaningless when it loses the dreams. Sense of dignity sometimes makes the life hard. The life of the poor in only for sufferings. Life began with struggle and it is going to be ended through sufferings. A pious person possibly becomes happy in old age.
মোহাম্মদ জিল্লুর রহমান
জন্মঃ নাটোর জেলার সিংড়া থানার হুলহুলিয়া গ্রামে নানাবাড়িতে ১৯৬১ সালের ১ আগস্ট। পৈত্রিক বাড়িও একই গ্রামে। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পেশাগত জীবনের শুরু ইংরেজি পত্রিকায়। তারপর বিভিন্ন প্রতিষ্ঠান হয়ে বর্তমানে গণগ্রন্থাগার অধিদপ্তরে স্থিত হয়েছেন। ছাত্রজীবন হতেই পরিবেশ, ইতিহাস, গ্রন্থ, গ্রন্থাগার, গ্রন্থাগারিকতা বিষয়ে কৌতূহলী ছিলেন। লিখেছেন নিরলসভাবে অনুসন্ধানী রচনা। সাধারণ সাহিত্য ধারার বাইরে এসেও তিনি এ সকল বিষয়ভিত্তিক লেখায় পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। তিনি এ যাবৎ আঞ্চলিক ও আন্তর্জাতিক সেমিনার সিম্পােজিয়ামে অংশগ্রহণ এবং গবেষণার কাজে একাধিকবার বিদেশে ভ্রমণ করেছেন।