
দ্য লিডারশিপ অব মুহম্মদ (হার্ডকভার)
বইবাজার মূল্য : ৳ ১৮৮ (২৫% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ২৫০
প্রকাশনী : উৎস প্রকাশন
বিষয় : সীরাতে রাসুল সা. , বইমেলা ২০২০
জনশ্রুতিতে দ্য লিডারশিপ অব মুহম্মদ বইটি ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা শুনে এবং এক বন্ধু আগে যে ইংলিশ ভার্সন বইটি পড়েছিল তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করার পরে আমার এই বইটির জন্য আকাঙ্ক্ষা জাগে। অতঃপর বইটি পড়লেও আমি কিছুটা হতাশ বোধ করি। এটি একটি ছোট বই (এটি কেনার আগে আমি এটি জানতাম) এবং তারপরেও হযরত মুহাম্মদ (সা) - এর উল্লেখযোগ্য ঘটনা এবং নেতৃত্বের উদাহরণ খুব কম এর মধ্যে রয়েছে। পাঠক হিসেবে যে প্রত্যাশা ছিল লেখক তা পূরণ করতে পারেনি। প্রতিটি অধ্যায়ে (আটটি) হযরত মুহাম্মদ (সা) দ্বারা অনুকরণিত নেতৃত্বের ধারণা দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে কেন এটি গুরুত্বপূর্ণ। নবী মুহাম্মদ (সা) যে বেদুইন / আরবীয় সমাজের সাথে বসবাস করেছিলেন তার সাথে তিনি কীভাবে সম্পর্কযুক্ত বইটি তা ব্যাখ্যা করে। সামগ্রিকভাবে, কোনও বইয়ের জন্য একটি দুর্দান্ত ধারণা এবং কোনো খারাপ বই নয়, তবে এর সম্ভাব্যতা এবং আমার প্রত্যাশা অনুযায়ী পুরোপুরি তৃষ্ণা মিটাতে ব্যর্থ ।
SIMILAR BOOKS
