লিডারশিপ পজিশনে থেকে অনেকে ম্যানেজারিয়াল রোল প্লে করে, আবার অনেকে ছোট পজিশনে থেকেও লিডারশিপ রোল প্লে করে। লিডার তারাই হতে পারে যারা শত, সহস্র চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজস্ব প্রভাব দ্বারা একটি দলকে উদ্বুদ্ধ করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে। আবার অনেকেই এই চ্যালেঞ্জ গ্রহণে ব্যর্থ হয়ে তারা আর বড় পজিশনে যেতে পারে না বা লিডারশিপ রোল থেকে ছিটকে পড়ে । এজন্য আমরা দেখি বড় পজিশনে ইন্ডিয়া বা শ্রীলঙ্কা থেকে লিডারদের নিয়ে আসা হচ্ছে। তাই লিডারশিপ বা নিজের ক্যারিয়ারকে বড় পজিশনে নেয়ার জন্য প্রতিনিয়ত লিডারশিপ চর্চা করতে হবে। আমার দীর্ঘ ১৬ বছরের অভিজ্ঞতা থেকে যতটুকু লিডারশিপে চ্যালেঞ্জ পেয়েছি সেগুলো, এছাড়া আধুনিক বিশ্বের টপ লিডারদের সিক্রেট কৌশলগুলো, বিভিন্ন কেস স্টাডি, লিজেন্ডারী লিডারদের জীবনযাপন ইত্যদি তুলে ধরা হয়েছে বইটিতে।
আশা করি এই চ্যালেঞ্জগুলো ও টেকনিকগুলো নিয়মিত প্র্যাকটিস করে আপনি হতে পারবেন দক্ষ লিডার এবং অবস্থান করতে পারবেন বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় পজিশনে ইনশাআল্লাহ্।