ফ্ল্যাপের কিছু কথাঃ ২রা মার্চ, ১৯০৮, পূর্ব ইউরোপিয় ইহুদি অভিবাসী ঊনিশ বছরের ল্যাজারাস এভারবুচ শিকাগো পুলিস চিফের বাসভবনে গেলে গুলি করে হত্যার পর হবু আততায়ী হিসাবে চিহ্নিত করা হয় ওকে।শত বছর বাদে শিকাগোর ব্রিক নাকে এক লেখক আবিষ্কার করে ল্যাজারাসের কাহিনীর সাথে জড়িয়ে গেছে সে। পূর্ব ইউরোপ থেকে সারায়েভোর ফটোগ্রাফার বন্ধু রোরাকে এভারবুচের চলার গথ আবিষ্কারের পথে সঙ্গী করে নেয় ব্রিক। হত্যাকাণ্ড ও দারিদ্র্যের ইতিহাসের ভেতর দিয়ে বর্তমান কালের সস্তা মাফিওসি ও তারওচেয়ে সন্তাদরের বেশ্যাদের নিয়ে এভারবুচ ও ব্রিকের মৌলিক, উস্কানিমূলক ও মনোরঞ্জক উপন্যাসের যা হিমনের আমাদের কালের অন্যতম গলিশীল ও আবিশ্যিক সাহিত্যিক কণ্ঠস্বর হিসাবে অবস্থান নিশ্চিত করে দেয়।
শওকত হোসেন
শওকত হোসেন, একজন অনুবাদক, চট্টগ্রাম জেলার পরাগলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার বিচার বিভাগীয় চাকরির কারণে শৈশব ও কৈশোর দেশের বিভিন্ন শহরে কেটেছে। বই পড়ার প্রতি অদম্য আগ্রহ তাঁর বই প্রেমী মায়ের প্রভাবেই এসেছে। ১৯৮৫ সালে "রানওয়ে জিরো-এইট" বইয়ের অনুবাদ মাধ্যমে লেখালেখির জগতে প্রবেশ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স সম্পন্ন করার পর, বর্তমানে তিনি একটি বেসরকারী ব্যাংকে কর্মরত।