ওয়াশিংটন ডি.সি.তে কমান্ডার গ্রে পিয়ার্সের কোলে মাথা রেখে মারা গেলেন এক ভিখারিসদৃশ মানুষ। মৃত্যুর কারণ: আততায়ীর বন্দুক থেকে ছুটে আসা বুলেট। তবে সবচেয়ে বড়ো রহস্যের জন্ম দিল মৃত্যুর সময় লোকটার হাতে থাকা প্রাচীন একটা কয়েন। এই কয়েনের সাথে যে সম্পর্ক আছে হাজার বছরের পুরনো কিংবদন্তির এক চরিত্র—ডেলফির ওরাকলের।
বিশেষ প্রতিভাধর প্রতিবন্ধী শিশুদের ক্ষমতাকে পুঁজি করে দুনিয়ায় প্রলয় ডেকে আনতে চলেছে দুই ম্যানিয়াক, সাথে জুটেছে পাগলাটে কিছু বিজ্ঞানী। সফল হতে পারবে কি তারা? রাশিয়ান ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়ের সাথে কী সম্পর্ক এই ব্যাপারটার?
ভু-গর্ভস্থ রাশিয়ান ফ্যাসিলিটিতে জ্ঞান ফিরে পেল স্মৃতিভ্রষ্ট, বিকলাঙ্গ এক মানুষ। তিনজন প্রতিভাধর প্রতিবন্ধী শিশুকে সাথে নিয়ে স্বাধীনতার উদ্দেশ্যে যাত্রা করল সে। কিন্তু স্বাধীনতা প্রাপ্তির চেয়ে বড়ো দায়িত্ব চেপে বসেছে ঘাড়ে: আসন্ন বিপদ থেকে বাঁচাতে হবে পৃথিবীকে। রক্ষা করতে হবে লক্ষ লক্ষ মানুষের জীবন।
প্রাচীন গ্রিক মন্দির থেকে আধুনিক পারমাণবিক কেন্দ্র পর্যন্ত, ভারতের বস্তি থেকে রাশিয়ার ধ্বংসস্তূপ পর্যন্ত, দুজন মানুষকে ছুটতে হচ্ছে এমন এক রহস্য সমাধানের জন্য, যার উৎপত্তি হয়েছে ইতিহাসের প্রথম ভবিষ্যতদ্রষ্টা, ওরাকল অভ ডেলফির আমলে।
প্রশ্ন একটাই, অতীত কি পারবে ভবিষ্যৎকে রক্ষা করতে?