নিজ বাড়িতে খুন হোন ভারতের সর্বকনিষ্ঠ ভাষাবিদ ও সিম্বলজিস্ট অনিল ভার্সনি। খুনি সন্দেহে ভার্সনির বন্ধু ও ইতিহাসবিদ রবি মোহন সাইনিকে গ্রেফতার করে ইন্সপেক্টর রাধিকা সিং।
ঘটনাক্রমে পালাতে সক্ষম হয় সাইনি। সঙ্গী হয় তারই ছাত্রী প্রিয়া।
পুলিশের সাথে সাথে খুনিও তাদের পিছু নেয়।
এসবের আড়ালে জড়িত আছে মাফিয়া ডন শির খানও।
কেন খুন হলেন ভার্সনি? কী চায় খুনি? মাফিয়া ডনের এতে কী স্বার্থ লুকিয়ে আছে?
সব প্রশ্নের উত্তর আছে হিন্দু ধর্মের দেবতা ও বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের কাছে।
আর সেই উত্তর লুকিয়ে আছে কৃষ্ণের চাবিতে।
অশ্বিন সাংহির এই অ্যানথ্রোপলজিক্যাল থ্রিলার আপনাদের নিয়ে যাবে পাঁচ হাজার বছরে আগের এক কিংবদন্তির কাছে এবং নিয়ে আসবে বর্তমানে—ইতিহাস মিশ্রিত এক রুদ্ধশ্বাস অভিযানে।