১৩৫৬ সাল, চলছে শতবর্ষের যুদ্ধ। ফ্রান্সের পঁয়তিয়ের্সে মুখোমুখি ইংল্যান্ড আর ফ্রান্সের সেনাবাহিনী।
দুর্দমনীয় ফরাসী নাইটের লড়াইয়ের জন্য মুখিয়ে আছ। অশ্বারোহী নাইট, ভারী পদাতিক, সেনা সংখ্যার হিসেব ইত্যাদি মিলিয়ে প্রতিপক্ষের থেকে বহু এগিয়ে তারা।তাদের পুরোভাগে আছেন রাজা জন আর রাজপুত্র ফিলিপ।
ইংল্যান্ডের শিবিরে প্রমাদ গুণছেন রাজা এডওয়ার্ড। ফরাসীদের হাতে প্রাণ না খোয়ালেও বন্দিত্ব অবধারিত মনে হচ্ছে। তিনি কি পারবেন ভেঙ্গে পড়া সেনাদের মনোবল পুনরুদ্ধার করতে? পারবেন অল্প সংখ্যক সৈন্য নিয়ে জন্ম দিতে ইতিহাসের অন্যতম অঘটনের?
কী হয়েছিলো শেষপর্যন্ত পঁয়তিয়ের্সের ময়দানে? কেনই বা রক্তক্ষয়ী এই লড়াই? কী পেতে চাইছে তৎকালীন অন্যতম এই দুই ইউরোপিয়ান শক্তি? চলুন দেখে আসি ইতিহাসের পাতা থেকে।
ইমতিয়াজ আহমেদ
Title :
দ্য হান্ড্রেড ইয়ার্স ওয়ার : ইংল্যান্ড এবং ফ্রান্সের শতবর্ষব্যাপী যুদ্ধ (হার্ডকভার)