স্বাস্থ্য, চিত্ত, পেশা ও সম্পর্কে বহুল চাহিদার আবর্তে আমরা প্রায়ই আমাদের আসল সত্ত্বা থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। একটা মাত্র গ্রহ কি অনেক সূর্যকে পরিক্রমা করতে পারে? আমেরদ জীবনে অনেক কেন্দ্র আছে, কিন্তু আসল কেন্দ্রটি কোথায়, গভীরতম কেন্দ্রটি আমাদের প্রত্যেকের হৃদয়ে অন্তঃস্থলে।
কমলেশ ডি. প্যাটেল যিনি সকলের কাছে দাজী নামে পরিচিত তিনি এই হার্টফুলনেস পরম্পরার চতুর্থ গুরু। প্রাচীন ভারতীয় বাগ্মী পরম্পরার ভিত্তিতে তাঁর প্রাকৃতিক আধ্যাত্মিক গবেষণা জিজ্ঞাসুদের আধ্যাত্মিক যাত্রার পথ উন্মোচন করে দিয়েছেন।
গুরু ও শিষ্যের এক ধারাবাহিক উদ্ভাসিত বার্তালাপের মধ্যে দিয়ে দাজী হার্টফুলনেস অনুশীলনের নীতিসমূহ ও দর্শনকে হার্টফুলনেসের প্রশিক্ষক ও অনুশীলনকারী জোসুয়া পোলকের কাছে তুলে ধরেছেন।
প্রার্থনা ও যৌগিক প্রাণাহুতির নির্যাসের উপর আলোকপাত করেন এবং তিনি, বাস্তবানুগ পরামর্শ দিয়ে তিনি ধ্যানের গূঢ় তত্ত্বকে সরলভাবে সামনে এনে দিয়েছেন। এই আমাদের সীমিত ইন্দ্রিয়ানুভূতির উর্দ্ধে নিয়ে গিয়ে আমাদের অন্তরের আত্মিক একাত্মতাকে আবিষ্কার করতে সহায়ক।