'The Greatest Salesman in the World' Summary of the book The Greatest Salesman in the World is a book, written by Og Mandino, that serves as a guide to a philosophy of salesmanship, and success, telling the story of Hafid, a poor camel boy who achieves a life of abundance. The book was first published in 1968, and re-issued in 1983 by Bantam. A hardcover edition was published by Buccaneer Books in June, 1993. In 1970, Success Motivation Institute purchased the rights to produce the audio recording. If Mandino's suggested reading structure is followed, it would take about 10 months to read the book. The instructions are to read Scroll I (Chapter 8) three times a day for thirty days straight. Only after completing the thirty days of reading Scroll I, should you continue to Scroll II (Chapter 9) and so forth through Scroll X (Chapter 17).
ওজি মেন্ডিনো
অগ ম্যাভিননা (অগাষ্টিন ম্যাভিননা) বিশ্বের জনপ্রিয় উৎসাহ প্রদানকারী ও আত্মউন্নয়নমূলক বইয়ের লেখক। তিনি আমেরিকার মেসেসুয়েটস রাজ্যে ফ্রামিনগ্রাম-এ ১৯২৩ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর লেখা ১৪টি বই বিশ্বের ১৮টি ভাষায় ২৫ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। তার সর্বাধিক বিক্রিত বইয়ের মধ্যে রয়েছে ‘দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ ও ‘দ্য গ্রেটেস্ট সেলসম্যান অফ দ্য ওয়ার্ল্ড' । বিক্রয় পেশার উপর তার এই বইটি-ই পৃথিবীশ্রেষ্ঠ একটি বই। বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার পাঠক তার কাছ থেকে নির্দেশনা নিচ্ছেন। এই লব্দপ্রতিষ্ঠ লেখক ১৯৯৬ সালের ৩ সেপ্টেম্বর-এ নিজদেশে পরলােক গমণ করেন। জ্ঞান, প্রণােদনা ও ভালােবাসা সম্বলিত তাঁর উল্লেখযােগ্য বইগুলাে- A better way to live: Thy choice, The Christ Commission, The Gift of Acabar, The Greatest Miracle of the world. The Greatest Salesman in the World. The Greatest Salesman of the World, part II: The End of the Story: The Greatest Secret of the World: The Greatest Success in the World: Mission: Success!: Og Mandino University of Success: and The Return of the Ragpickers