ফ্ল্যাপের কিছু কথাঃ স্টিফেন হকিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতশাস্ত্রের লুকাসিয়ান অধ্যাপক পদে ত্রিশ বছর অধিষ্ঠিত ছিলেন, অসংখ্য পদক এবং সম্মানে ভূষিত এবং অতি সম্প্রতি ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ সম্মানে ভূষিত। সাধারণ পাঠকদের জন্য তাঁর লেখা অন্যান্য বইগুলোর মধ্যে আ ব্রিফ হিস্টোরী অব টাইম, ব্লাকে হোলস এণ্ড বেবি ইউনিভার্সেস এন্ড আদার এসেজ , দ্য ইউনিভার্স ইন আ নাটসেল এবং ব্রিফার হিস্টোরী অব টাইম উল্লেখযোগ্য । তিনি ইংল্যান্ডের কেমব্রিজে বসবাস করছেন।
অনুবাদক : নূর মোহাম্মদ কামু ৫ জানুয়ারি ১৯৫৭ সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। পিতা প্রয়াত ডা. সফিউদ্দিন আহমেদ এবং মাতা হোসনে আরা আহমেদ। পৈত্রিক বাড়ী পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার টিকিকাটা গ্রামে। পিতার সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন বিদ্যাপিঠে পড়াশুনা এবং সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে সম্মানসহ এম. এস.সি । বর্তমানে ইথিক্যাল গ্রুপের নিবার্হী পরিচালক হিসেবে কর্মরত আছেন।
সূচিপত্র * অস্তিত্বের রহস্য * বিধিবিধানের শাসন * বাস্তবতা কী? * বিকল্প ইতিহাসসমূহ * সবকিছুর সূত্র * আমাদের মহাবিশ্বকে বেছে নেয়া * প্রতীয়মান অলৌকিক ঘটনা * দ্য গ্র্যান্ড ডিজাইন * শব্দকোষ * কৃতজ্ঞতা
স্টিফেন হকিং
জন্ম ১৯৪২ সালের ৮ জানুয়ারি, যুক্তরাজ্যের অক্সফোর্ডে। বিজ্ঞানে আবিষ্কারের নতুন দিগন্ত যেমন তিনি খুলে দিয়েছেন, তেমনি জটিল বিষয়গুলাে সাধারণ পাঠকদের কাছে সহজ ভাষায় তুলে ধরেছেন জনপ্রিয় ধারার বই লিখে। সেখানেও সফলতার প্রমাণ পাওয়া যায় তাঁর আ ব্রিফ হিস্ট্রি অব টাইম বইটি প্রকাশের পর লন্ডন সানডে টাইমস-এ এটি টানা ২৩৭ সপ্তাহ বেস্ট সেলার তালিকায় থেকেছে। তিনি বিজ্ঞান নিয়ে লিখেছেন আরও কিছু বই। বিশ্ববিদ্যালয়ের পড়ার সময়েই হকিংয়ের দুরারােগ্য মােটর নিউরন রােগ ধরা পড়ে। সেসময় চিকিৎসকেরা তাঁর আয়ু মাত্র দু’বছর বেঁধে দিয়েছিলেন।
কিন্তু অদম্য মানসিক শক্তির জোরে তিনি পড়ালেখা ও গবেষণা চালিয়ে যান। দৈহিক অক্ষমতা জয় করে একসময় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের। লুকাসিয়ান অধ্যাপক হিসেবে টানা ৩০ বছর দায়িত্ব পালন করেন তিনি। ২০১৪ সালে তাকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে। নাম দ্য থিওরি অব এভরিথিং।
লিওনার্ড ম্লোডিনো
লিওনার্দ ডিনাও ক্যালটেকের পদার্থবিদ এবং বহুল বিক্রিত পুস্তক দ্য ড্রাঙ্কাৰ্ডস ওয়াক : হাউ র্যামনেস রুলস আওয়ার লাইভস, ইউক্লিডস উইণ্ডো : দ্য স্টোরী অব জিওমেট্রি ফ্রম প্যারালাল লাইনস টু হাইপারস্পেস এবং ফেইনম্যান’স রেইনবাে আ সার্চ ফর বিউটি ইন ফিজিক্স এন্ড ইন লাইফ এর লেখক। তিনি স্টার ট্রেক : দ্য নেক্সট জেনারেশন এরও লেখক। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার সাউথ প্যাসাডােনায় বসবাস করছেন।