যুদ্ধশেষে বাড়ি ফেরার পথে পাকিস্তানি সেনাদের এক পরিত্যক্ত ব্যারাকে এক নারীর সাক্ষাৎ পাবে মুক্তিযোদ্ধা সোহেল হক। তার পর থেকে বাকিটা জীবন ধরে তাকে তাড়া করে ফিরবে সেই নারীর গল্প। মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পরে সোহেলের বোন মায়া গ্রামাঞ্চলের স্বেচ্ছানির্বাসন থেকে বাড়ি ফিরে দেখতে পাবে আমূল বদলে গেছে তার প্রিয় ভাইটি। আধুনিক, আদর্শবাদী, শিল্পরসিক, কেতাদুরস্ত সেই যুবক বদলে গিয়ে এখন পুরোদস্তুর ধার্মিক, যে তার একমাত্র ছেলেটিকে স্কুলের পরিবর্তে পাঠায় মাদ্রাসায়। শুরু হয় দুই বিপরীত মানসিকতার ভাইবোনের তীব্র মনস্তাত্ত্বিক সংঘাত। এক রক্তক্ষয়ী যুদ্ধের সুদীর্ঘ ছায়ায় আদর্শবাদিতা, ধর্মবিশ্বাস, পারিবারিক বন্ধন ও ভাইবোনের দ্বন্দ্বমুখর ভা্লোবাসার এক অনন্য কাহিনি দ্য গুড মুসলিম।
তাহমিমা আনাম
Tahmima Anam is the author of the Bengal trilogy: A Golden Age, The Good Muslim, and The Bones of Grace. Her writing has been published in Granta, The New York Times and the Guardian and translated into 27 languages. She is a recipient of the Commonwealth Writers' Prize and the O Henry Prize. She is a Granta Best Young British Novelist and a Fellow of the Royal Society of Literature. Born in Dhaka and educated at Harvard University, she now lives in London.