এক গভীর বৈজ্ঞানিক অনুসন্ধানের আখ্যান এ বই। থিওরি অব এভরিথিং খোঁজার অক্লান্ত প্রয়াসের ফসল। আইনস্টাইনও জীবনভর এই তত্ত্ব হাতড়ে বেড়িয়েছেন। তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিং থেকে শুরু করে আরও অনেক মেধাবী বিজ্ঞানী ছুটেছেন এর পেছনে। কিন্তু এখনো সফল হতে পারেননি কেউই। নিউটনের মহাকর্ষ থেকে আপেক্ষিকতা তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব থেকে স্ট্রিং তত্ত্বের চুলচেরা বিশ্লেষণ করে বহু কাঙ্ক্ষিত সেই তত্ত্বের স্বরূপ উদ্ঘাটনের চেষ্টা করেছেন জনপ্রিয় লেখক ও বিজ্ঞানী মিচিও কাকু।