লেখিকা পলা হকিন্স ছিলেন সাংবাদিক, লিখতেন অর্থনীতি নিয়ে। এখন ব্যস্ত লেখালেখি নিয়ে। তিনি বেড়ে উঠেছেন জিম্বাবুয়েতে এবং ১৯৮৯ সালে ১৭ বছর বয়সে চলে আসেন লন্ডনে। সেখানেই এখন তার আবাস।
পলা হকিন্সের প্রথম উপন্যাস দ্য গার্ল অন দ্য ট্রেন' প্রকাশিত হয় ২০১৫ সালে । উপন্যাসটি প্রকাশের তিন মাসের মাথায় ২০ লাখ কপি বিক্রি হয়। আর এ পর্যন্ত বিশ্বব্যাপী বিক্রি হয়েছে ১ কোটি ১০ লাখ কপি। ইনটু দ্য ওয়াটার তার দ্বিতীয় উপন্যাস এবং যথারীতি এটিও বেশ সাড়া জাগিয়েছে পাঠকদের মধ্যে।
সম্প্রতি ফোর্বস সাময়িকীতে প্রকাশিত বিশ্বের সবচেয়ে ধনী লেখকদের তালিকায় চলে এসেছেন তিনি। প্রথমবারের মতাে ফোর্বসের তালিকায় তার স্থান নয় নম্বরে। পলা হকিন্স এক বছরে লেখালেখি থেকে আয় করেছেন ১ কোটি মার্কিন ডলার। বই পড়ুয়াদের সামাজিক যােগাযােগ মাধ্যম গুডরিডস’-এ ২০১৭ সালে ‘বেস্ট মিস্ট্রি ও থ্রিলার' বিভাগে সেরা বইয়ের পুরস্কার বিজয়ী ইনটু দ্য ওয়াটার'। ড্যান ব্রাউনের অরিজিন'র। মতাে বইকে পেছনে ফেলেছে পলা হকিন্সের এই বইটি।