আমি কেশভ রাজপুরােহিত। জীবনটা জিলেপির মতাে পেঁচিয়ে গিয়েছে আমার। ছেড়ে গিয়েছে গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড... আহ ! কি আর বলব ওর কথা ! জারা কাশ্মীরের মেয়ে। একই সাথে মুসলমান। এদিকে আমার পরিবার আবার গোঁড়া হিন্দু । যাক গে... চার বছর আগে আমাদের ছাড়াছাড়ি হয়।
স্বাভাবিক জীবনে ফিরতে জারার সময় লাগেনি। কিন্তু আমি এক্ষেত্রে পুরােপুরি ব্যর্থ। প্রতি রাতে ওকে ভােলার জন্য মদ খাই। চেষ্টা কম করিনি... ফোন, মেসেজ, সােশ্যাল মিডিয়া... প্রতিবার কপালে জুটেছে স্রেফ অবহেলা। কিন্তু হঠাৎ এক রাতে জারার মেসেজ পেলাম। সেদিন ছিল আবার ওর জন্মদিন। পুরনাে দিনগুলাের মতাে ওর হােস্টেলের ১০৫ নাম্বার রুমে আমাকে যেতে বলল জারা। হয়তাে কাজটা করা উচিত ছিল না আমার, তাও গেলাম... আর গােটা জীবনটাই যেন পাল্টে গেল চোখের পলকে। সারসংক্ষেপ পড়ে হয়তাে ভাবছেন, আটপৌরে প্রেমের গল্প। কিন্তু না... এটা কোন পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী নয়।
চেতন ভগত
২২ এপ্রিল, ১৯৭৪ সালে দিল্লীতে জন্মগ্রহণ করা একজন ভারতীয় ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্রনাট্যকার হলেন চেতন ভগত। তার লেখা জনপ্রিয় বইগুলির মধ্যে রয়েছে "ফাইভ পয়েন্ট সামওয়ান" (২০০৪), "ওয়ান নাইট এ কল সেন্টার" (২০০৫), "দ্য থ্রি মিস্টেকস অব মাই লাইফ" (২০০৮), "টু স্টেটস (দ্য স্টোরি অব মাই ম্যারেজ)" (২০০৯), "রিভুল্যুশন ২০২০" (২০১১), এবং "হাফ গার্লফ্রেন্ড" (২০১৪)।