সুন্দরী অভিনেত্রী সুনিতা আশোক, নিজের পছন্দে বিয়ে করবে বলে আয়জন করে এক টেলিভিশন গেইম শো। সয়ম্বর লাইভ। রবীন্দ্র-রাজের দৃষ্টি আকর্ষণ করতে, বিক্রমও এই শো’তে অংশগ্রহণ করে। সিধান্তটা ভয়াবহ রূপ ধারণ করে, যেখানে একটু অসতর্ক হলেই হারাতে হবে প্রিয়জনদের।
নিখোঁজদের খোঁজে, ফ্লাডলাইট স্টুডিওর মঞ্চ থেকে আন্ডারগ্রাউন্ড ডন ও ড্রাগ ডিলারদের আস্তানা অবধি পৌঁছে যায় বিক্রম আর আমানজীত। শুরু হয় আবার সেই যুদ্ধ। বর্ষ পুরোনো প্রাচীন যুদ্ধ। বিক্রম কি পারবে রবীন্দ্রকে হারাতে, যে কিনা আগের থেকেও আরো কয়েকগুণ শক্তিশালী হয়ে উঠছে প্রতি মুহূর্তে?
যদিও বিক্রমের দেখা প্রথম সয়ম্বর সভা নয় এটি। ইতিহাসের সব থেকে বড়ো সয়ম্বর সভার মধ্যমণি ছিল সে। তখন তার নাম ছিল চান্দ বারদাই। একদিকে পৃথ্বী ধেয়ে আসছে স্বয়ম্বর জয় করতে, অপরদিকে রবীন্দ্র ধেয়ে আসছে বহিরাগত শক্তি নিয়ে ভারত জয় করতে। শত্রু দৃশ্যমান হোক কিংবা অদৃশ্য, কখনো দৃষ্টির আড়াল করতে নেই। ঠিক এই ভুলই করে বসে পৃথ্বী, আর ডেকে আনে নিজের বিপদ। চান্দ কি পারবে এই বিপদ থেকে মুক্তি দিতে পৃথ্বীকে?প্রকাশকাল : ২৪ ফেব্রুয়ারি সুন্দরী অভিনেত্রী সুনিতা আশোক, নিজের পছন্দে বিয়ে করবে বলে আয়জন করে এক টেলিভিশন গেইম শো। সয়ম্বর লাইভ। রবীন্দ্র-রাজের দৃষ্টি আকর্ষণ করতে, বিক্রমও এই শো’তে অংশগ্রহণ করে। সিধান্তটা ভয়াবহ রূপ ধারণ করে, যেখানে একটু অসতর্ক হলেই হারাতে হবে প্রিয়জনদের। নিখোঁজদের খোঁজে, ফ্লাডলাইট স্টুডিওর মঞ্চ থেকে আন্ডারগ্রাউন্ড ডন ও ড্রাগ ডিলারদের আস্তানা অবধি পৌঁছে যায় বিক্রম আর আমানজীত। শুরু হয় আবার সেই যুদ্ধ। বর্ষ পুরোনো প্রাচীন যুদ্ধ। বিক্রম কি পারবে রবীন্দ্রকে হারাতে, যে কিনা আগের থেকেও আরো কয়েকগুণ শক্তিশালী হয়ে উঠছে প্রতি মুহূর্তে? যদিও বিক্রমের দেখা প্রথম সয়ম্বর সভা নয় এটি। ইতিহাসের সব থেকে বড়ো সয়ম্বর সভার মধ্যমণি ছিল সে। তখন তার নাম ছিল চান্দ বারদাই। একদিকে পৃথ্বী ধেয়ে আসছে স্বয়ম্বর জয় করতে, অপরদিকে রবীন্দ্র ধেয়ে আসছে বহিরাগত শক্তি নিয়ে ভারত জয় করতে। শত্রু দৃশ্যমান হোক কিংবা অদৃশ্য, কখনো দৃষ্টির আড়াল করতে নেই। ঠিক এই ভুলই করে বসে পৃথ্বী, আর ডেকে আনে নিজের বিপদ। চান্দ কি পারবে এই বিপদ থেকে মুক্তি দিতে পৃথ্বীকে?