রাফিক হারির জন্ম ঢাকার নয়াটোলায় ২৪ সেপ্টেম্বর ১৯৮০ পড়াশােনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আরবি ভাষাতত্ত্ব ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর । লেখালেখি করছেন এক যুগেরও বেশি সময় ধরে । লিখেছেন গল্প উপন্যাস, নাটক, অনুবাদ করেছেন বিশ্বসাহিত্যের আলােচিত গ্রন্থ সমূহ। গ্রন্থসংখ্যা চল্লিশের অধিক। কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৬ সালে পেয়েছেন কালি ও কলম তরুণ লেখক পুরস্কার।
মারিও পূজো
মারিও পুজো ১৯২০ সালের ১৫ অক্টোবর দরিদ্র এক সিসিলিয় ইমিগ্রান্ট পরিবারে জন্ম। গ্র্যাজুয়েশন করেন নিউইয়র্ক সিটি কলেজ থেকে । বেশির ভাগ বইতে উঠে আসে নিজস্ব সংস্কৃতি। মার্কিন বিমানবাহিনীতে যােগ দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধে এশিয়ায় এবং জার্মানিতে দায়িত্ব পালন করেন। ১৯৫৫ সালে প্রথম বই দ্য ডার্ক এরিনা প্রকাশিত হয়। সবচেয়ে বিখ্যাত বই ‘দ্য গডফাদার’ প্রকাশিত হয় ১৯৬৯ সালে । পরে চলচ্চিত্রায়িত হয় বইটি। শেষ বই ‘ওমের্তা’ । পুজো মারা যান ১৯৯৯ সালের ২ জুলাই।