শওকত হোসেন, একজন অনুবাদক, চট্টগ্রাম জেলার পরাগলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার বিচার বিভাগীয় চাকরির কারণে শৈশব ও কৈশোর দেশের বিভিন্ন শহরে কেটেছে। বই পড়ার প্রতি অদম্য আগ্রহ তাঁর বই প্রেমী মায়ের প্রভাবেই এসেছে। ১৯৮৫ সালে "রানওয়ে জিরো-এইট" বইয়ের অনুবাদ মাধ্যমে লেখালেখির জগতে প্রবেশ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স সম্পন্ন করার পর, বর্তমানে তিনি একটি বেসরকারী ব্যাংকে কর্মরত।
পাওলো কোয়েলহো
বিশিষ্ট সাহিত্যিক পাওলাে কোয়েলহাের জন্ম ১৯৪৭ সালে, ব্রাজিলে। ছােটবেলা থেকে লেখক হবার স্বপ্ন থাকলেও, পরিবারের চাপে লেখালেখি চালিয়ে যেতে পারেননি কিশাের বয়সী কোয়েলহাে। তার প্রাথমিক জীবন কেটেছে ভবঘুরে হিসেবে; দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, মেক্সিকো আর ইউরােপে। ১৯৮২ সালে প্রকাশিত হয় তার প্রথম বই ‘হেল আর্কাইভস'। তবে পাঠকমহলে খুব একটা সাড়া ফেলতে পারেনি বইটি। কিন্তু ১৯৯৪ সালে ‘দ্য আলকেমিস্ট’ প্রকাশিত হবার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম ব্রাজিলিয়ান সাহিত্যকর্ম হিসেবে বেস্টসেলার তকমা অর্জন করে বইটি। এছাড়াও ব্রাইডা’, ‘বাই দ্য রিভার পিদ্ৰা আই স্যাট ডাউন অ্যান্ড ওয়েপ্ট’, ‘দ্য ফিফথ মাউন্টেন প্রভৃতি তার উলেখযােগ্য গ্রন্থ। বর্তমানে সপরিবারে ব্রাজিলে বসবাস করছেন।