খুন হয়ে গেছে পুরোনো বইয়ের দোকানের মালকিন৷ গলা টিপে খুন করা হয়েছে তাকে৷ তার সারা দেহে আঁচড়ের দাগ৷ ভয়ানক ব্যাপার হচ্ছে মৃতদেহটা আবিষ্কার করেছে স্বয়ং আকেচি৷ তার চেয়েও অদ্ভুত ব্যাপার, এই মহিলার খুনি কীভাবে দোকানে ঢুকল তা কেউ কোনোভাবে উদ্ধার করা যাচ্ছে না৷
সন্দেহের তীর ধেয়ে আসলো আকেচির দিকে৷ কিন্তু সে নিজেও তো বসে নেই৷ যখন রহস্যের যবনিকাপাত ঘটে, তখন পাঠক অবাক হতে বাধ্য৷
কালো হাতের সংঘ
ব্ল্যাক হ্যান্ড গ্যাং নামটা শুনলেই আতঙ্কিত হচ্ছে নগরবাসী৷ তাদের পাল্লায় পড়লে আর রক্ষা নেই৷ শিকারের কাছের কাউকে অপহরণ করে মুক্তিপণ চাওয়াতেও তাদের চেয়ে সাহসী কেউ হয় না।
আর এমনই এক বিপদে পড়ল মি. এক্স৷ মেয়েকে অপহরণ করেছে ব্ল্যাক হ্যান্ড গ্যাং৷ মুক্তিপণ দেয়ার পরও ফিরে পাওয়া যাচ্ছে না তাকে৷ এ সময়ই ঘটনাপটে উপস্থিত হলো কোগোরো আকেচি৷ কিন্তু আকেচি এখানে পাচ্ছে আরো গভীর কোনো ষড়যন্ত্রের গন্ধ৷ জড়িয়ে আছে কি পরিচিত কেউ? মুক্তিপণ নিতে আসা লোকটার পায়ের ছাপ কেন পড়ে না মাটিতে? এবার কি তবে মেয়েকে হারাতে হবে সারা জীবনের জন্য?
আকেচি সকল কূল রক্ষা করে যখন রহস্যটার সমাধান করবে, পাঠক মুগ্ধ না হয়ে পারবে না৷
প্রেতাত্মার প্রতিশোধ
হিরাতা আর সুজিদো আজীবনের শত্রু৷ নিজে মরে গিয়ে হলেও একে অন্যকে বিনাশ করতে বদ্ধ পরিকর৷ হঠাৎ জানা গেল সুজিদো মারা গেছে৷ হিরাতার জীবনে নিশ্চয়ই আনন্দ নেমে আসার কথা৷
কিন্তু মৃত্যুর আগে আগে সুজিদোর লেখা চিঠি এলো হিরাতার ঠিকানায়৷ চিঠি পড়ে রক্তশূন্য হয়ে পড়ল হিরাতার মুখ৷ শুধু তা-ই নয়, অসম্ভব সব জায়গায় সে দেখতে শুরু করল সুজিদোর অবয়ব৷ তবে কি প্রেতাত্মা হয়ে প্রতিশোধ নিতে এসেছে সে? সবরকম খোঁজখবর করেও দিশেহারা হিরাতা৷ সে কি এবার মারা পড়তে যাচ্ছে?
ঘটনাক্রমে তখনই দৃশ্যপটে উদয় হলো আকেচি কোগোরো৷ হিরাতার সাথে কথা বলে সে কি দেখতে পেল? এই রহস্যের উদঘাটন এবার কীভাবে করবে আকেচি? প্রেতাত্মার সাথে কি পাঞ্জা লড়া যায়?
দৈবাঙ্গ বামন
কোয়ায়শি মনজো টাল মাতাল অবস্থায় এক রহস্যময় বামনকে অনুসরণ করে। কৌতূহল বশত এ-ই অনুসরণ থেকেই বামনের জীবনের আরো গভীরে প্রবেশ করে অনুধাবন করে এক অন্ধকার জগতের৷ যেখানে আছে গোপনীয়তা, বিকৃত ইচ্ছা ও বাস্তবতাকে হুমকি দেয়ার মতো সব ঘটনা যা বাস্তব ও পরাবাস্তবের মধ্যকার সীমারেখা ঝাপসা করে দিবে। গল্পটি পড়ে আপনি একইসাথে সমাজের অন্ধকার দিক, এ-র সাথে পাল্লা দিয়ে আমাদের তৈরি নীতির বিরুদ্ধে এবং মানবতার প্রকৃতি সম্পর্কে প্রশ্ন জাগবে।
এদোগাওয়া রাম্পো
Title :
দ্য আরলি কেসেস অভ আকেচি কোগোরো (হার্ডকভার)