কে এই রহস্যময় আগন্তুক, যে নষ্ট করেছে ছোট্ট গ্রাম ভিসকোসের শান্তি? কেনই বা বুড়ি বার্টা ওকে দেখছে ‘শয়তানকে পাশে নিয়ে হাঁটতে?’ আগন্তুক কেন বীভৎস এক প্রস্তাব দিচ্ছে ভিসকোসের অধিবাসীদের? আর কেনই বা শান্তাল প্রিম ভয়ে সত্যটা লুকাচ্ছে গ্রামবাসীদের কাছ থেকে? শুভ আর অশুভ, ঈশ্বর আর শয়তানের মাঝে চলতে থাকা নিরন্তর যুদ্ধের ঘুঁটিতে পরিণত হয়েছে ভিসকোসের সবাই। একমাত্র অভ্যন্তরীণ প্রবল শক্তির সাহায্যেই বাঁচতে পারবে তারা। বেছে নিতে পারবে সামনে থাকা দুটি পথের মাঝে যথার্থটিকে!
পাওলো কোয়েলহো
বিশিষ্ট সাহিত্যিক পাওলাে কোয়েলহাের জন্ম ১৯৪৭ সালে, ব্রাজিলে। ছােটবেলা থেকে লেখক হবার স্বপ্ন থাকলেও, পরিবারের চাপে লেখালেখি চালিয়ে যেতে পারেননি কিশাের বয়সী কোয়েলহাে। তার প্রাথমিক জীবন কেটেছে ভবঘুরে হিসেবে; দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, মেক্সিকো আর ইউরােপে। ১৯৮২ সালে প্রকাশিত হয় তার প্রথম বই ‘হেল আর্কাইভস'। তবে পাঠকমহলে খুব একটা সাড়া ফেলতে পারেনি বইটি। কিন্তু ১৯৯৪ সালে ‘দ্য আলকেমিস্ট’ প্রকাশিত হবার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম ব্রাজিলিয়ান সাহিত্যকর্ম হিসেবে বেস্টসেলার তকমা অর্জন করে বইটি। এছাড়াও ব্রাইডা’, ‘বাই দ্য রিভার পিদ্ৰা আই স্যাট ডাউন অ্যান্ড ওয়েপ্ট’, ‘দ্য ফিফথ মাউন্টেন প্রভৃতি তার উলেখযােগ্য গ্রন্থ। বর্তমানে সপরিবারে ব্রাজিলে বসবাস করছেন।